Tomar Kachakachi Lyrics Lagnajita Chakraborty, Cheeni 2
Tomar Kachakachi Lyrics Lagnajita Chakraborty, Cheeni 2 will find here. Tomar Kachakachi is a popular Bengali song. The song Tomar Kachakachi by Lagnajita Chakraborty, Cheeni 2 has received a lot of responses from the audience. The song Tomar Kachakachi by Lagnajita Chakraborty, Cheeni 2 very popular song nowadays.
Song Details:
- Song Name: Tomar Kachakachi
- Film Name: Cheeni 2
- Singer Name: Lagnajita Chakraborty
- Lyrics by: Nilanjan Chakraborty
- Music: Mainak Mazoomdar
- Mixed and Mastered by : Shiladitya Sarkar
- Director Name: Mainak Bhaumik
- Label: SVF
Tomar Kachakachi Lyrics Bangla
তোমার কাছাকাছি, আদর রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
কি বেহায়া মন, কুড়িয়েছে কখন,
যা বলা ছিল বাকি।
কথা ছিল আমাদের, আদরের আকাশে
উড়ে যাবো দুই শালিক,
মেঘেদের ঘা ঘেঁষে।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
আমিও তাই তোমার মতই হেসে
রাগ ভাঙানোর বায়না করি এসে,
আমিও তাই তোমার মতই হেসে
রাগ ভাঙানোর বায়না করি এসে,
তোমার চোখেই ঘুমিয়ে যাবো আমি
লুকিয়ে যাবো তোমারই অভ্যেসে।
কথা ছিল আমাদের কাগজের নৌকোতে
মাঝি হয়ে ভাসবো চল, মাখবো ঢেউ দু’জনে।
তোমার কাছাকাছি, আদর রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
কি বেহায়া মন, কুড়িয়েছে কখন,
যা বলা ছিল বাকি
তোমার কাছাকাছি।
Tomar Kachakachi Lyrics English
Close to you, love
Lost in the wind, anything old,
Remember alone.
Close to you, let’s leave the complaint
What a naughty mind, when did you pick it up,
All that was left to say.
We were talking in the sky of love
I will fly two Shalik,
Around the clouds.
Close to you, let’s leave the complaint
Lost in the wind, anything old,
Remember alone.
I also laugh like you
I came to get rid of my anger.
I also laugh like you
I came to get rid of my anger.
I will fall asleep in your eyes
I will hide in your habit.
It was about our paper boat
Let’s float as a sailor, let’s ride the waves for both of us.
Close to you, love
Lost in the wind, anything old,
Remember alone.
Close to you, let’s leave the complaint
What a naughty mind, when did you pick it up,
All that was left to say
close to you