Thakti Jodi Tui Roj Amar Akashe Mp3 Download Keshab Dey

Thakti Jodi Tui Roj Amar Akashe Mp3 Download Keshab Dey will find here. Thakti Jodi Tui Roj Amar Akashe music video details will find here. You can also read Thakti Jodi Tui Roj Amar Akashe lyrics will find here.

Thakti Jodi Tui Roj Amar Akashe Lyrics

থাকতি যদি তুই রোজ আমার আকাশে

দেখতি এমন কতটা তোকে ভালোবাসে,

তোর দেয়াে এই কষ্টগুলো ভুলা যাবে না

আর কখনো মনটা কারো নিজের হবেনা..

আসবো যেদিন একলা রাতে কখনো তোর মনে

তোর দোষেতে কাঁদবিরে তুই নিজের গোপনে,

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই..

তোর স্মৃতি ছাড়া নেই আর কিছুই,
প্রিয়া ওরে প্রিয়া, প্রিয়া ওরে প্রিয়া, প্রিয়া ওরে প্রিয়া..

ভাংলি কেনো বুক তুই দিলিনা রে সুখ,

আর তবে কি পাবো নারে দেখতে তোর ওই মুখ..

নতুন করে রোজ কেনো আমায় হাঁসালি,

হাইরে জীবন ভালোবাসা কেনো শিখালি!!..

কোন অজানা ঝড়ে আমি সব হারিয়াছি,

সেই বোঝেনা আমি যাকে বড় ভালোবাসি..

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই

তোর স্মৃতি ছাড়া নেই আর কিছুই..

প্রিয়া ওরে প্রিয়া, প্রিয়া ওরে প্রিয়া, প্রিয়া ওরে প্রিয়া

প্রিয়া ওরে প্রিয়া, প্রিয়া ওরে প্রিয়া, প্রিয়া ওরে প্রিয়া,

এই গানটি গেয়েছেন কলকাতার জনপ্রিয় সংগীত শিল্পী কাসেব দে।..