সোনালী লাইফ ইন্সুরেন্স | Sonali Life Insurance

আপনি কি Sonali Life Insurance – সোনালী লাইফ ইন্সুরেন্স সম্পর্কে বিস্তারিত জানতে চান? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি পড়ে আপনি Sonali Life Insurance এর সকল তথ্য জানতে পারবেন। আর্টিকেলটিতে সোনালী লাইফ ইন্সুরেন্স এর সকল অফার ও স্কিম সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক।

Sonali Life Insurance – সোনালী লাইফ ইন্সুরেন্স কি?

Sonali Life Insurance হচ্ছে একটি জীবন বীমা কোম্পানি, যা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও এটা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে তবে এর ভিত্তি ত্রিশ বছর আগে গঠিত একটি প্রতিষ্ঠানের বোর্ডরুমে চালু হয়েছিল। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের লক্ষ্য হল আর্থিক সুরক্ষা এবং অবসর গ্রহণের জন্য প্রয়োজনীয় আয়ের সমাধান করা। বিনিয়োগ এবং সুরক্ষা পরিকল্পনার প্রিমিয়ার পরিসেবা প্রদানকারী হিসেবে চূড়ান্ত স্বচ্ছতা এবং গ্রাহকসেবা এর অন্যতম লক্ষ্য।

sonali life insurance সোনালী লাইফ ইন্সুরেন্স

Sonali Life Insurance এর উদ্দেশ্য হচ্ছে, একজন ব্যক্তির জীবন বীমা করার সময় সঞ্চয়ীকরণ এবং আর্থিক প্রয়োজনে সহায়তার মূল্য তৈরি করা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড তিন মাসেরও কম সময়ের মধ্যে ১৮০ মিলিয়ন ডলার পরিশোধিত মূলধন সহ সারা দেশে ২১ টিরও বেশি শাখা কেন্দ্র চালু করে। এটি রূপালী বীমা কোং লিমিটেডের নেটওয়ার্ক শক্তি ব্যবহার করেছিল। যা একই সময়ে অভিভাবক সংস্থার কৌশলগত অবস্থানগুলি ব্যবহার করে নিজেকে প্রচার করতে সক্ষম হয়েছিল।

Sonali Life Insurance – সোনালী লাইফ ইন্সুরেন্স অফার

সোনালী লাইফ ইন্সুরেন্স এর কয়েকটি অফারের আওতায় স্কিম রয়েছে। স্কিমগুলোর মাধ্যমে একজন গ্রাহক বিভিন্ন সুবিধা ভোগের মাধ্যমে জীবন বীমা করতে পারবে। নিচে সোনালি লাইফ ইন্সুরেন্সের অফারে আওতায় থাকা স্কিম গুলো নিচে দেওয়া হলোঃ

  • অবসরকালীন সুরক্ষা
  • ক্ষুদ্র সঞ্চয়
  • গ্যারান্টিযুক্ত বোনাস
  • ডিপিএস
  • দ্বিগুণ লাভ
  • নিয়মিত ক্যাশব্যাক
  • শরিয়্যাহ
  • শিশু সুরক্ষা
  • সঞ্চয় ও লাভ

সোনালি লাইফ ইন্সুরেন্স এই স্কিমগুলোর আওতায় গ্রাহক সেবা দিয়ে থাকে। নিচে আমরা স্কিমগুলো সম্পর্কে বিস্তারিত জানবো।

১. অবসরকালীন সুরক্ষা

অবসরকালীন সুরক্ষা সোনালি লাইফ ইন্সুরেন্সের অন্যতম স্কিম। নিচে এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত দেওয়া হলোঃ

  • পরিকল্পনার নামঃ এস্যুরেন্স কাম পেনশন পরিকল্প (এটা মুনাফাবিহীন)।
  • পলিসির মেয়াদঃ বীমা গ্রহীতার অবসরকালিন ভাতা গ্রহনের বয়স হতে হবে ৫৫,৫৬, ৫৭,৫৮,৫৯,৬০ বছর।
  • সাপ্লিমেন্টারি কভারঃ NIL
  • মেয়াদ থাকাকালীনঃ শুধুমাত্র মেয়াদ পর্যন্ত পলিসি চালু থাকা অবস্থায় গ্রাহক অবসরকালীন বয়স হতে নিশ্চিত ১০ বছর ভাতা পাবেন। অর্থাৎ যতদিন জীবিত থাকবেন ততদিন অবসরকালীন ভাতা পেতে থাকবেন।
  • বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলেঃ যদি বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হয়, তাহলে মনোনীতককে বার্ষিক অবসরকালিন ভাতার ১০ গুন প্রদান করা হবে।
  • বিশেষ সুবিধাঃ অবসরকালীন ভাতা প্রাপ্তি অবস্থায় গ্রাহক মৃত্যুবরন করলে মৃত্যুর তারিখ হতে অবশিষ্ট ১০ বছরের সমপরিমান টাকা মনোনীতককে এককালিন প্রদান করা হবে। মনোনীতক চাইলে পেনশন হিসেবেও তা নিতে পারবেন।

২. Sonali Life Insurance – ক্ষুদ্র বীমা

  • পরিকল্পনার নামঃ মাসিক সঞ্চয়ী ক্ষুদ্র বীমা পরিকল্প  (লাভসহ পাবেন)।
  • পলিসির মেয়াদঃ ১০ থেকে ১৫ বছর পর্যন্ত।
  • সাপ্লিমেন্টারি কভারঃ NOT APPLICABLE।
  • মেয়াদ থাকাকালীনঃ শুধু মাত্র মেয়াদ পর্যন্ত পলিসি চালু থাকা অবস্থায় গ্রাহক প্রযোজ্য বোনাসসহ পূর্ণ বীমা অংক পলিসির মেয়াদ শেষে পাবেন।
  • বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলেঃ কেবলমাত্র পলিসি চালু থাকলে, গ্রাহকের মনোনীত ব্যক্তি পলিসির ধারার মধ্যে গ্রাহকের মৃত্যুর পরে তার মৃত্যুর তারিখ অবধি বোনাসসহ পূর্ণ বীমা অংক পাবেন।
    বিশেষ সুবিধাঃ নাই।

৩. মানি ব্যাক টার্ম

  • পরিকল্পনার নামঃ মানি ব্যাক টার্ম বীমা পরিকল্প (নিশ্চিত লাভসহ পাবেন)।
  • পলিসির মেয়াদঃ ১০,১৫ ও ২০ বছর।
  • সাপ্লিমেন্টারি কভারঃ NIL।
  • মেয়াদ থাকাকালীনঃ শুধু মাত্র মেয়াদ পর্যন্ত পলিসি চালু থাকা অবস্থায় গ্রাহক ২৫% নিশ্চিত লাভসহ পূর্ণ বীমা অংক পলিসির মেয়াদ শেষ হওয়ার পর পাবেন।
  • বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলেঃ কেবলমাত্র পলিসি চালু থাকলে, গ্রাহকের মনোনীত ব্যক্তি পলিসির ধারার মধ্যে গ্রাহকের মৃত্যুর পরে সম্পুর্ণ পরিমাণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পাবেন।
  • বিশেষ সুবিধাঃ নাই।

৪. ডিপিএস

  • পরিকল্পনার নামঃ মাসিক সঞ্চয়ী বীমা পরিকল্প (লাভসহ পাবেন)।
  • পলিসির মেয়াদঃ ১০ থেকে ২৫ বছর।
  • সাপ্লিমেন্টারি কভারঃ NOT APPLICABLE।
  • মেয়াদ থাকাকালীনঃ শুধুমাত্র মেয়াদ পর্যন্ত পলিসি চালু থাকা অবস্থায় গ্রাহক প্রযোজ্য বোনাসসহ পূর্ণ বীমা অংক পলিসির মেয়াদ শেষ হওয়ার পর পাবেন।
  • বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলেঃ কেবলমাত্র পলিসি চালু থাকলে, গ্রাহকের মনোনীত ব্যক্তি পলিসির ধারার মধ্যে গ্রাহকের মৃত্যুর পরে তার মৃত্যুর তারিখ অবধি বোনাসসহ পূর্ণ বীমা পাওয়া যাবে।
  • বিশেষ সুবিধাঃ নাই।

sonali life insurance সোনালি লাইফ ইন্সুরেন্স

৫. দ্বিগুণ লাভ

  • পরিকল্পনার নাম 9ঃ সিঙ্গেল প্রিমিয়াম বীমা পরিকল্প (মুনাফাবিহীন পাবেন)।
  • পলিসির মেয়াদঃ ৬, ৮, ১০, ১২, ১৫ বছর।
  • সাপ্লিমেন্টারি কভারঃ NIL।
  • মেয়াদ থাকাকালীনঃ মেয়াদ শেষে গ্রাহক বীমা অংকের দ্বিগুন ফেরৎ নিতে পারবেন।
  • বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলেঃ বীমা গ্রাহকের মৃত্যুতে মনোনীতক মেয়াদের পূর্বেই বীমা অংকের দ্বিগুন ফেরৎ নিতে পারবেন।
  • বিশেষ সুবিধাঃ নাই।

৬. নিয়মিত ক্যাশব্যাক

  • পরিকল্পনার নামঃ প্রত্যাশিত সঞ্চয়ী বীমা পরিকল্প – লাভসহ (তিন কিস্তিতে পরিশোধযোগ্য)
  • পলিসির মেয়াদঃ ১২/১৫/১৮/২১/২৪ বছর
  • সাপ্লিমেন্টারি কভারঃ DIAB, PDAB
  • মেয়াদ থাকাকালীনঃ কেবলমাত্র বীমা চালু থাকা সাপেক্ষে নিম্নোক্ত সুবিধাসমূহ পাবেনঃ

১. ক) বীমা অংকের ২৫% (মেয়াদের এক তৃতীয়াংশ সময় পার হবার পর পাবেন)

খ) বীমা অংকের ২৫% (মেয়াদের দুই তৃতীয়াংশ সময় পার হবার পর পাবেন)

গ) বীমা অংকের ৫০% (মেয়াদপূর্তীতে অবশিষ্ট ৫০% অর্জীত লভ্যাংশসহ পাবেন)

২. প্রতিটি প্রত্যাশিত বীমা সুবিধা পাবার পর সমর্পন মূল্য এবং পরিশোধিত মূল্য পরিবর্তনীয়।

  • বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলেঃ কেবলমাত্র পলিসি চালু থাকলে, গ্রাহকের মনোনীত ব্যক্তি পলিসির ধারার মধ্যে গ্রাহকের মৃত্যুর পরে তার মৃত্যুর তারিখ অবধি বোনাসসহ সম্পুর্ণ পরিমাণ অর্থ পাওয়ার নিশ্চয়তা পেয়ে যাবেন।
  • বিশেষ সুবিধাঃ নাই।

৭. Sonali Life Insurance – শিশু সুরক্ষা

  • পরিকল্পনার নামঃ শিশু নিরাপত্তা বীমা পরিকল্প (লাভসহ পাবেন)।
  • পলিসির মেয়াদঃ ১০ হতে ২০ বছর।
  • সাপ্লিমেন্টারি কভারঃ NIL।
  • মেয়াদ থাকাকালীনঃ কেবলমাত্র পূর্ণ মেয়াদ পর্যন্ত বীমা চালু থাকলে এবং যদি বীমাবৃত ও শিশু উভয়েই মেয়াদ শেষ পর্যন্ত জীবিত থাকেন সেক্ষেত্রে মেয়াদ শেষে বোনাসসহ পূর্ণ বীমা অংক পেয়ে যাবেন।
  • বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলেঃ মেয়াদের মধ্যে যদি প্রিমিয়াম দাতার মৃত্যুর পরে বৃত্তি চলাকালিন শিশুর মৃত্যু ঘটে, তবে বৃত্তি প্রদান বন্ধ হবে এবং শিশুর আইনগত অভিভাবককে মেয়াদ শেষে বোনাসসহ পূর্ণ বীমা অংক দেওয়া হবে।
  • বিশেষ সুবিধাঃ প্রিমিয়াম দাতার অকাল প্রয়ানে প্রিমিয়াম মওকুফ হয়ে পলিসিটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। গ্রাহক নিম্নোক্ত সুবিধাসমূহ পাবেনঃ

১. প্রিমিয়াম দাতার মৃত্যুর দিন থেকে মেয়াদপূর্তী পর্যন্ত সন্তানকে প্রতিমাসে বীমা অংকের ১% হারে মাসিক ভাতা প্রদান করা হবে।

২. পলিসির মেয়াদান্তে সন্তানকে পূর্ণ বীমা অংকের সাথে অর্জিত লভ্যাংশসহ ফেরত দেয়া হবে। মেয়াদের মধ্যে শিশুর মৃত্যুতে পলিসির মেয়াদ অনুযায়ী পিতা বা মাতাকে নিম্নোক্ত সুবিধা দেওয়া হবেঃ

ক) বীমার মেয়াদ ৬ মাসের কম হলে বীমা অংকের ২৫% প্রদেয়।

খ) বীমার মেয়াদ ৬ মাসের বেশী কিন্তু ১২ মাসের কম হলে বীমা অংকের ৫০% প্রদেয়।

গ) বীমার মেয়াদ ১২ মাসের বেশী কিন্তু ২৪ মাসের কম হলে বীমা অংকের ৭৫% প্রদেয়।

ঘ) বীমার মেয়াদ ২৪ মাসের বেশী হলে বীমা অংকের ১০০% প্রদেয়।

৮. সঞ্চয় ও লাভ

  • পরিকল্পনার নামঃ সাধারণ সঞ্চয়ী বীমা পরিকল্প (লাভসহ পাবেন)।
  • পলিসির মেয়াদঃ ১০ হতে ৩৫ বছর।
  • সাপ্লিমেন্টারি কভারঃ DIAB, PDAB।
  • মেয়াদ থাকাকালীনঃ শুধু মাত্র মেয়াদ পর্যন্ত পলিসি চালু থাকা অবস্থায় গ্রাহক প্রযোজ্য বোনাসসহ পূর্ণ বীমা অংক পলিসির মেয়াদ শেষ হলে পাবেন।
  • বীমার মেয়াদের মধ্যে গ্রাহকের মৃত্যু হলেঃ কেবলমাত্র পলিসি চালু থাকলে, গ্রাহকের মনোনীত ব্যক্তি পলিসির ধারার মধ্যে গ্রাহকের মৃত্যুর পরে তার মৃত্যুর তারিখ অবধি বোনাসসহ সম্পুর্ন পরিমাণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পেয়ে যাবেন।
  • বিশেষ সুবিধাঃ নাই।

আশা করছি, আপনারা Sonali Life Insurance – সোনালী লাইফ ইন্সুরেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তারপরেও আপনাদের যদি সোনালী লাইফ ইন্সুরেন্স সম্পর্কে কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক।

3 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *