Sokhi Mp3 Download Imran Mahmudul & Kona (সখী)
Sokhi Mp3 Download Imran Mahmudul & Kona (সখী) will find here. Sokhi – Imran Mahmudul & Kona (সখী) music video will find here. Sokhi – Imran Mahmudul & Kona (সখী) is a popular song sung by Imran and kona.

Sokhi Song Details:
- Song Name: Sokhi
- Singer Name: Imran Mahmudul & Kona
- Lyrics by: Ahmed Risvy
- Tune by: Najir Mahamud
- Music by: Sojib
- Producer Name: Tanvir Mahmood
- Director Name: Saikat Reza
- Cinematographer By: Bikash Saha
- Edit by: S.M Tusher
- Publicity Design by: Rakib Hossen Abir
- Drone by: Rifan
- Makeover by: Ripon
- Production by: SR Film
- Label by: Sultan Entertainment
- Produced and Distributed by Sultan Entertainment.
Sokhi Lyrics
সখি তোমারে বাধিবো তোমারি থাকিবো
বাসিবো ভালো শুধু তোমারে
সখী তোমারে বাধিবো তোমারি থাকিবো
বাসিবো ভালো শুধু তোমারে।
সখি তোমারে রাখিবো খুব আদরে
হো ও সখী তোমারে রাখিবো খুব আদরে
সখী তোমারে বাধিবো তোমারি থাকিবো।
বাসিবো ভালো শুধু তোমারে
কি যাদু করেছো কি মায়া দিয়েছো
পারিনা তোমারে ভুলিতে।
চোখেরি কাজলে সুখেরি আচলে
রয়েছো মিশে তুমি প্রানেতে
জনমে জনমে তোমারে গুছাই।
মরনেও পাই যেন ওপারে
সখি তোমারে বাধিবো তোমারি থাকিবো
বাসিবো ভালো শুধু তোমারে।
ডুবিলে ডুবিবো ভাসিলে ভাসিবো
তোমারি দু হাত ধরিয়া
মরিলে মরিবো বাচিলে বাচিবো।
কখনো যাবো না ছারিয়া
জনমে জনমে তোমারে গুছাই
মরনেও পাই যেন ওপারে।
সখা তোমারে বাধিবো তোমারি থাকিবো
বাসিবো ভালো শুধু তোমারে
সখী তোমারে বাধিবো তোমারি থাকিবো।
বাসিবো ভালো শুধু তোমারে
বাসিবো ভালো শুধু তোমারে
বাসিবো ভালো শুধু তোমারে।
Thanks for reading my article about Sokhi Mp3 Download Imran Mahmudul & Kona (সখী). I think now you know more about Sokhi Mp3 Download Imran Mahmudul & Kona (সখী). Stay well.