Potro Dio Mp3 Download Tanzir Tuhin

Potro Dio Mp3 Download Tanzir Tuhin details will find here. Potro Dio Music Video Tanzir Tuhin details will find here. In this article, you can also read Potro Dio – Tanzir Tuhin Song Lyrics here.

Potro Dio Song Details:

  • Song: Potro Dio,
  • Poem: Prosthan,
  • Written by: Helal Hafiz,
  • Singer: Tanzir Tuhin,
  • Tune and music: Emon Chowdhury,
  • Cello: Tanvir Tori,
  • Special thanks: Picklu Chowdhury.

Potro Dio Song Lyrics

এখন তুমি কোথায় আছো
কেমন আছো, পত্র দিও,
এক বিকেলে মেলায় কেনা
খামখেয়ালীর তাল পাখাটা,
খুব নিশীথে তোমার হাতে
কেমন আছে, পত্র দিও, পত্র দিও।

ক্যালেন্ডারের কোন পাতাটা
আমার মতো খুব ব্যথিত,
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে,
পত্র দিও, পত্র দিও।

কোন কথাটা অষ্টপ্রহর
কেবল বাজে মনের কানে,
কোন স্মৃতিটা উস্কানি দেয়
ভাসতে বলে প্রেমের বানে,
পত্র দিও .. পত্র দিও।

আর না হলে যত্ন করে ভুলে যেও
আপত্তি নেই,
গিয়ে থাকলে আমার গেছে
কার কী তাতে? কার কী তাতে?
আমি না হয় ভালোবেসেই
ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, খুন করেছি
কি আসে যায়?

এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটাই বা কষ্ট দেবে।

এখন তুমি কোথায় আছো
কেমন আছো, পত্র দিও,
এক বিকেলে মেলায় কেনা
খামখেয়ালীর তাল পাখাটা,
খুব নিশীথে তোমার হাতে
কেমন আছে, পত্র দিও, পত্র দিও।

ক্যালেন্ডারের কোন পাতাটা
আমার মতো খুব ব্যথিত,
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে
পত্র দিও, পত্র দিও,
পত্র দিও.. পত্র দিও।

Check also: Top 10 Valentine Gifts For Girlfriend