O Priyotoma Lyrics (ও প্রিয়তমা) – Shakib Khan

O Priyotoma Lyrics (ও প্রিয়তমা) – Shakib Khan will find here. O Priyotoma is a popular Bengali song. This song is the song of Priyotoma movie. The song O Priyotoma has received a lot of responses from the audience. The song O Priyotoma is sung by Balam And Konal. This popular song is written by Asif Iqbal.

O Priyotoma Lyrics
O Priyotoma Lyrics

O Priyotoma Song Details:

  • Song Name: O Priyotoma
  • Singer Name: Balam And Konal
  • Lyrics by: Asif Iqbal
  • Music by: Akassh Sen
  • Director Name: Himel Ashraf
  • Producer Name: Arshad Adnan

O Priyotoma Video Song:

Check also:

Priyotoma Movie Download Telegram Link 480p riview

O Priyotoma Lyrics Bangla

যত কথা রাখা ছিল এই বুকে জমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

“আমার আকাশ নীলে তুমি যে নীলিমা
আমার আকাশ নীলে তুমি যে নীলিমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।

যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে
ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,
যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে
ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,
মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা
মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,
চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

যত কথা রাখা ছিল এই বুকে জমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা।
ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।

O Priyotoma Lyrics English

All the words were stored in this chest
All the words were stored in this chest,
Told you, oh dear
Told you, oh dear.

“My sky is blue, you are the blue one
You are blue in my sky,
Told you, oh dear
Told you, oh dear.

Oh darling, oh darling,
O darling, my darling.

Keeping you hidden in this mind
I will float through all the paths with love,
Keeping you hidden in this mind
I will float through all the paths with love,
The full moon will be washed away by the weight of the mind
The full moon will be washed away by the weight of the mind,
Told you, oh dear
Told you, oh dear.

Be by your side forever, happy and sad
Spread the illusion of pride,
Be by your side forever, happy and sad
Spread the illusion of pride,
You, you, you are just like you
You, you, you are just your likeness,
Told you, oh dear
Told you, oh dear.

All the words were stored in this chest
All the words were stored in this chest,
Told you, oh dear
Told you, oh dear.

Oh darling, oh darling,
I am darling, your darling.
Oh darling, oh darling,
O darling, my darling.

Thanks for reading my article about O Priyotoma Lyrics (ও প্রিয়তমা) – Shakib Khan. I think now you know more about O Priyotoma Lyrics (ও প্রিয়তমা) – Shakib Khan. Stay well.