Notun Premer Gan Lyrics Mp3 Download Ballabhpurer Roopkotha
Notun Premer Gan Lyrics Mp3 Download Ballabhpurer Roopkotha details will find here. Notun Premer Gan music video details will find here. You can also read Notun Premer Gan Lyrics here.
Notun Premer Gan Song Details:
- Song: Notun Premer Gaan – নতুন প্রেমের গান,
- Film: Ballabhpurer Roopkotha,
- Vocals: Debraj Bhattacharya, Surangana Bandyopadhyay,
- Lyricist: Anirban Bhattacharya,
- Composed by: Debraj Bhattacharya,
- Arranged by: Subhadeep Guha,
- Mixed And Mastered by: Anindit Roy,
- Directed by: Anirban Bhattacharya,
- Written by: Badal Sircar,
- DOP: Soumik Haldar,
- Editor: Sanglap Bhowmik,
- Label: SVF.
Notun Premer Gan Lyrics in Bangla
তোমাকেই ভালো লেগেছে
তোমাকেই ভালো লেগেছে,
তাই তোমার দালান জুড়ে আঁকলাম
এক নদী ভরা স্নান
তোমাকেই মনে ধরেছে তাই
পুরোনো খাতায় লিখে রাখলাম
নতুন প্রেমের গান।
আমার আঁধার দিনলিপি জুড়ে
জ্বেলে দাও তুমি আলো,
আরও ভালো, আরো ভালোবেসে তুমি
উঠোন সাজিয়ে দাও।
তোমার আদর আলগোছ করে
মায়াভরা চোখে ঢালো,
আরো আলো, আরো আলো রঙে তুমি
এ মাটি রাঙিয়ে দাও।
যেন আমার ভাঙা এ জানালার ফাঁকে
তোমার আঙ্গুল ছোঁয়া লেগে থাকে,
বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে,
ক্লান্তির অবসান।
তোমাকেই ভালো লেগেছে,
তাই তোমার দালান জুড়ে আঁকলাম
এক নদী ভরা স্নান,
তোমাকেই মনে ধরেছে তাই
পুরোনো খাতায় লিখে রাখলাম,
নতুন… প্রেমের গান।।
আমি চেনা গলি, চেনা রাজপথ
চেনা আলো দিয়ে
মোড়া নগরের থেকে এসেছি।
তোমার অচেনা দালানে যত পাখি আছে
বলেছে আমাকে যা বলার আছে,
চুপ করে আমি সেই সব কথা শুনেছি,
আমি শুনেছি, আমি শুনেছি।
নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে
ভাঙ্গনের সুর দিয়েছি থামিয়ে,
আঁধার সরিয়ে তোমাকেই আমি চিনেছি।
তোমাকেই ভালো লেগেছে,
তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম
মন ভালো করা আলোয়,
তোমাকেই মনে ধরেছে
দেখো কেটে যাবে ঠিক কেটে যাবে,
বেশ দুজনে মন্দ ভালোয়।
Notun Premer Gan Lyrics in English
You like it
you like
So I drew across your building
A bath full of river
I remember you
I wrote in the old notebook
new love song
Throughout my dark diary
turn on the light
Better, more loving you
Decorate the yard.
Your love is messy
Pour into the enchanted eyes,
More light, more light color you
Paint this soil.
Like my broken window
Your fingers keep touching,
When you come home and hug you,
End of fatigue.
you like
So I drew across your building
A bath filled with a river,
I remember you
I wrote in the old notebook,
New… love song.
I know the street, the street
With familiar light
I am from Mora city.
As many birds as there are in your unfamiliar building
Said what I had to say,
I listened to all that in silence.
I heard, I heard.
I took that to heart
Stopped the tone of the break,
I recognized you through the darkness.
you like
So I decorated your yard
In the light of healing the mind,
I remember you
Look, it will pass, it will pass.
Both of them are good and bad.