Meye Tor Preme Porar karon Mp3 Download Kazi Shuvo

Meye Tor Preme Porar karon Mp3 Download Kazi Shuvo will find here. Meye Tor Preme Porar karon by Kazi Shuvo music video enjoy here. You can also read Meye Tor Preme Porar karon by Kazi Shuvo Song lyrics here.

Meye Tor Preme Porar Karon by Kazi Shuvo Song Details:

  • Song: Vallage ( male version),
  • Singer: Kazi shuvo,
  • Lyrics & Tune: Md Akram Hossain,
  • Music: Sojib Das,
  • Direction: Sristy Team,
  • Dance Choreographer : Rubel,
  • Assistant Choreographer: Arafat,
  • Dace team : Mohsin, Momoua, Akhi & Sahin,
  • Make up: Shorif,
  • Edit & Colour: SM Tushar,
  • Producer: Tania Afroz Moumita,
  • Label: Sristy Multimedia…

Meye Tor Preme Porar Karon by Kazi Shuvo Lyrics

মেয়ে তোর কোকড়া কোকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে,
তোর কোকড়া কোকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে,
সেই ঢেউ খেলা দেখিতে আমমার ভাল্লাগে…
সেই ঢেউ খেলা দেখিতে আমমার ভাল্লাগে…

মেয়ে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন মিষ্টি হাসি উঠে,
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন মিষ্টি হাসি উঠে,
সেই হাসি দেখিতে আমার ভাল্লাগে…

হাতে বালা গলায় মালা
কানে গোজে ফুল,
ফুতুয়া আর জিন্স পুড়িয়া
খোলা রাখো চুল…
আবার ফ্যাশন করে পড়ো তুমি
প্লাস্টিকের ঘুড়ি কন্যা হে…

ঘরে তোমার চাল থাকেনা
চাইনিজ খাবার চাও,
ঘন ঘন সেলফি তুলে
ফেসবুকেতে দাও,
ঢ্যাংনা মার্কা স্যান্ডেল পড়ে
করো দৌড়া দৌড়ি কণ্যা হে…

মেয়ে তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন,
তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন…
তোর শ্যামলা গালের টোল পরা টা ভাল্লাগে,
তোর শ্যামলা গালের টোল পরা টা ভাল্লাগে…

সাতবারে ফেল মারিয়া
করছো ম্যাট্রিক পাশ,
রাতের বেলা ভাব মারিয়া
পড়ো সানগ্লাস…
আবার আব্বা না বলিয়া
তারে ডাকো তুমি ডেডি কন্যা হে..

রাতে ফোনে চ্যাটিং করো
দিনেতে ঘুমাও,
তিন দিনের খাবার তুমি
এক দিনেতে খাও…
দিয়াশলায়ের কাঠির মতো,
করছো তোমার বডি কন্যা হে…

মেয়ে তোর মায়া মায়া চোখে
যেনো আগুন জ্বলে বুকে,
মেয়ে তোর মায়া মায়া চোখে
যেনো আগুন জ্বলে বুকে…
সে মায়া জালে বন্দি হতে ভাল্লাগে,
সে মায়া জালে বন্দি হতে ভাল্লাগে…

মেয়ে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন মিষ্টি হাসি উঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন মিষ্টি হাসি উঠে
সেই হাসি দেখিতে আমার ভাল্লাগে
সেই হাসি দেখিতে আমার ভাল্লাগে

তোর শ্যামলা গালের টোল পরা টা ভাল্লাগে…