Meghe Bhasa Din Mp3 Download Minar Rahman
Meghe Bhasa Din Mp3 Download Minar Rahman details will find here. Meghe Bhasa Din Music Video details will find here. In this article, you can also read Meghe Bhasa Din – Minar Rahman Lyrics here.
Meghe Bhasa Din Song Details:
- Song: Meghe Bhasa Din – মেঘে ভাসা দিন
- Singer: Minar Rahman
- Lyrics: Isteaque Ahmed
- Tune & Music: Minar Rahman
- Music Arrangement: Amzad Hossain
- Label: AZ Multimedia
Meghe Bhasa Din Lyrics
হোক কিছু বোঝাবুঝি ভুল
হোক কিছু বোঝাবুঝি ঠিক
তারপরও যদি চলে যাই
তুমি আর আমি দুজনে দু’দিক।
জানিনা কোথায় তুমি হারাবে?
তোমাকে খুঁজেই যাবো ঘুরে ঘুরে,
কখনও তোমাকে ছাড়া,
হবে না, আসবো যে ফিরে।
তুমিতো জানো না, তুমিতো বোঝোনি
কতটা তোমায় বাসি ভালো
তোমায় ঘিরে এই আমার মন
কত স্বপ্ন ওড়ালো। (২ বার)
হোক কিছু মেঘে ভাসা দিন
হোক কিছু পাখিদের গান
তবে চলো ভুলে যাই
তোমার আমার যত অভিমান।
জানিনা কোথায় তুমি হারাবে?
তোমাকে খুঁজেই যাবো ধীরে ধীরে,
কখনও তোমাকে ছাড়া
হবে না, আসবো যে ফিরে।
তুমিতো জানো না, তুমিতো বোঝোনি
কতটা তোমায় বাসি ভালো,
তোমায় ঘিরে এই আমার মন
কত স্বপ্ন ওড়ালো।