Kusanskar Lyrics Sumi Shabnam
Kusanskar Lyrics (কুসংস্কার) Sumi Shabnam will find here. Kusanskar Sumi Shabnam is a popular Bengali song. The song Kusanskar Sumi Shabnam has received a lot of responses from the audience. The song Kusanskar Sumi Shabnam very popular song nowadays.
Song Details:
- Song Name: Kusanskar
- Singer Name: Sumi Shabnam
- Lyrics & Composer by: Md Akram Hossain
- Music by: Sojib Das
- Label: Sristy multimedia
Kusanskar Lyrics Bangla
শোনো শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন,
শোনো শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন।
যেমন ব্যাঙ ডাকিলে বৃষ্টি আসে
মোরগ ডাকলে ভোর,
কুকুর ডাকলে লেজ গুছিয়ে ছিটকে পালায় চোর,
পেঁচা ডাকলে অশুভ হয়
শকুন ডাকলে মরণ,
হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ।
শোনো, শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন।
ওরে পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে
বৃষ্টি মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে,
সত্য মিথ্যা যাচাই করি টিকটিকির-টিক ডাকে
বউ পাগল হয় সেই ছেলেটার ঘাম থাকে যার নাকে।
শোনো, শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন।
হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে
বসা নাকি যাবেনা ওই ঘরেরই চৌকাঠে,
যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে
কাড়ি কাড়ি টাকা আসে চুলকালে ডান হাতে।
শোনো, শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন।
আরে খাবার সময় উঠলে হাঁচি কেউতো স্মরণ করে
দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে,
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরুব্বিদের মানা
আবার কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতেও কানা।
শোনো, শোনো গো বন্ধু গন শোনো দিয়া মন
কিছু কিছু কুসংস্কার করিবো বর্ণন,
কিছু কিছু কুসংস্কার করিলাম বর্ণন
কিছু কিছু কুসংস্কার করিলাম বর্ণন।
Kusanskar Lyrics English
Listen, listen, my friend, listen to your heart
I will explain some superstitions.
Listen, listen, my friend, listen to your heart
I will describe some superstitions.
For example, when a frog calls, it rains
Dawn when the rooster crows,
When the dog calls, the thief runs away,
Owl calling is inauspicious
When a vulture calls, it is death.
A sudden danger is the cause of the crow’s call.
Listen, listen, my friend, listen to your heart
I will describe some superstitions.
When the bird calls, Kutum comes with sweets in hand
When the sun shines in the rain, the fox uncle’s wedding,
Check the truth and falsehood with the tick of the lizard
The wife is mad at the boy whose nose is sweaty.
Listen, listen, my friend, listen to your heart
I will describe some superstitions.
Sudden twitching of the eyes brings sadness
Sit or not go to the edge of that house,
The journey is inauspicious
The money comes from time to time in Chulkale right hand.
Listen, listen, my friend, listen to your heart
I will describe some superstitions.
Hey, someone remembers sneezing when it’s time to eat
If he does not take rice twice, his wife dies prematurely,
To see the face in a broken mirror, the magicians obeyed
Again, we still close our eyes due to superstition.
Listen, listen, my friend, listen to your heart
I will explain some superstitions.
I have some superstitions
I have some superstitions.