Khub Boroshay Song Lyrics Minar Rahman
Khub Boroshay Song Lyrics Minar Rahman will find here. Khub Boroshay Song Music video will find here. In this article, you can read Khub Boroshay Song Lyrics here.
Khub Boroshay Details:
- Song: Khub Boroshay
- Artist: Minar Rahman
- Lyrics: Asif Iqbal
- Tune & Music: Amit Chatterjee & Ishan Mitra
- Label: Gaanchill Music
Khub Boroshay Song Lyrics
খুব বরষায় বৃষ্টিফোটায়
মন রেখে যায় জড়িয়ে তোমায়
বেলা অবেলায়
দৃষ্টিতে ভাসে নদী
হৃদয়ের খেয়া পারাপার
জীবনের এপার ওপার
তোমার আমার
এ মায়া যাক না থেকে চিরদিন চিরকাল
তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে শুভ্র সকাল
আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়
আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়
আকাশ মেঘে জড়াজড়ি
দেখে দেখে মন হারায় জানি না কোথায়
সেখানে তুমি আমি
পাশাপাশি পথে নামি অথৈ পূর্ণতায়
এ মায়া যাক না থেকে চিরদিন চিরকাল
তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে শুভ্র সকাল
আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়
আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়
ভাসে না কথার খেয়াল
নিরবতায় বুঝে নেয়া নিঝুম অনুভবে
সবটুকু চাওয়া পাওয়া
ভুলে গিয়ে ভেসে যাওয়া বৃষ্টির কলোরবে
এ মায়া যাক না থেকে চিরদিন চিরকাল
তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে শুভ্র সকাল
আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়
আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়
Khub Boroshay Mp3 Download?
- To download Khub Boroshay, First, you go to y2mate.com site.
- Then Search Here- Khub Boroshay Song.
- After searching, you will see many links to Khub Boroshay.
- Then you click on any link to Khub Boroshay Song.
- After clicking, Download Khub Boroshay Song in any format Mp3, M4.