GP Internet Offer | জিপি ইন্টারনেট অফার
GP Internet Offer. গ্রামীণফোন দিচ্ছে অনেক রকম ইন্টারনেট অফার। আর্টিকেলটি পড়ে কিভাবে জিপি ইন্টারনেট অফার পাবেন সে সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর হচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোনে রয়েছে নানা রকম ইন্টারনেট অফারের সুবিধা। তাহলে চলুন আমরা অফারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
5GB Free GP Internet Offer
প্রথমে আলোচনা করবো গ্রামীণফোনের ৫ জিবি ফ্রি ইন্টারনেট অফার নিয়ে। গ্রামীণফোনের গ্রাহকরা ৫ জিবি ইন্টারনেট বিনামূল্যে পাচ্ছেন, যার মেয়াদ হবে ৭ দিন। নিচে অফারটির শর্ত এবং কিভাবে অফারটি পাবেন সে সম্পর্কে দেওয়া হলোঃ
৫ জিবি ফ্রি ইন্টারনেটের শর্ত সমূহঃ
- এই অফারটি গ্রাহকরা শুধুমাত্র একবার পাবেন।
- অফারটি একবার পেলে নতুনভাবে রি-নিউ হবে না।
- অফারটিতে পাওয়া ফ্রি ইন্টারনেট প্যাক শেষ হয়ে যাওয়ার পর আপনার আগের ইন্টারনেট প্যাক অনুযায়ী ডাটা চার্জ কাটা হবে।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুনঃ *121*1*4#
- এই অফারটি বন্ধ করার জন্য ডায়াল করুনঃ *121*3041#
- এই অফারটি Skitto গ্রাহকরা পাবেন না।
- ইন্টারনেট প্যাক এর সকল শর্ত অফারটির জন্য প্রযোজ্য হবে।
- পরবর্তী নোটিশ আসা পর্যন্ত অফারটি চলবে।
- সকল গ্রামীণফোনের গ্রাহকরা এই অফারটি পাবেন।
৫ জিবি ফ্রি GP Internet Offer টি কিভাবে পাবেন?
এবার আসা যাক ৫ জিবি ফ্রি ইন্টারনেট অফারটি কিভাবে পাবেন সে সম্পর্কে। এই অফারটি জিপি সিম রিপ্লেসমেন্ট অফার। আপনার সিমটি যদি 3G হয়, তাহলে আপনি অফারটি পাবেন। অর্থাৎ, 3G থেকে 4G তে সিম রিপ্লেসমেন্ট করলে আপনি অফারটি পাবেন। সিম রিপ্লেসমেন্ট করার জন্য আপনি আপনার নিকটস্থ জিপি গ্রাহক সেবায় যোগাযোগ করতে পারেন। অথবা জিপির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
আমেরিকান ডিবি লটারিতে আবেদন করুন এখানে
বিঃদ্রঃ অফারটিতে পাওয়া ইন্টারনেট প্যাকটি ব্যবহার করার জন্য আপনার একটি 4G হ্যান্ডসেট থাকতে হবে। অফারটি পাওয়ার জন্য আপনাকে আপনার সিমটি অবশ্যই 3G থেকে 4G তে পরিবর্তন করতে হবে।
1GB 27 Taka জিপি ইন্টারনেট অফার
গ্রামীণফোন সিমের নতুন একটি অফার হচ্ছে ২৭ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার। কিছু দিন আগে গ্রামীণফোন এই অফারটি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। ১ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে ৭ দিন। অফারটি পেতে হলে আপনার মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স ২৭ টাকা বা তার বেশি থাকতে হবে। অফারটি পেতে আপনাকে ডায়াল করতে হবেঃ *121*5299#।
একটা কথা মনে রাখবেন, জিপি কিছুদিন পর তাদের অফারগুলো পরিবর্তন করে। পরিবর্তন করার পর অফারটি আপনি আর পাবেন না। তবে যতদিন পর্যন্ত অফারটি চলবে ততদিন পর্যন্ত আপনারা কোডটি ব্যবহার করে অফারটি পাবেন।
অফারটির শর্তসমূহঃ
- অফারটি পেতে আপনাকে ডায়াল করতে হবেঃ * 121*5299#
- অফারটিতে পাওয়া ইন্টারনেটে প্যাকের মেয়াদ ৭ দিন থাকবে।
- অফারটি একজন গ্রাহক একাধিকবার ব্যবহার করতে পারবেন।
- অফারটি সকল গ্রামীণফোন ব্যবহারকাী গ্রাহকরা পাবেন।
- এই অফারটি 3G এবং 4G উভয় গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।
- পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত অফারটি চলবে।
- অফারটি নেওয়ার সময় মেইন ব্যালেন্স থেকে টাকা কাটা হবে।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুনঃ *121* 1*4#
- নতুন ইন্টারনেট অফার চেক করার জন্য ডায়াল করুনঃ *121#
1GB 38 Taka জিপি ইন্টারনেট অফার
গ্রামীণফোন সিমের আরেকটি অফার হচ্ছে ৩৮ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার। সম্প্রতি গ্রামীণফোন এই অফারটি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। অফারটির মেয়াদ ৩ দিন। অফারটি পেতে ডায়াল করুনঃ *121*3366#। আপনার মেইন ব্যালেন্সে অবশ্যই ৩৮ টাকা বা তার বেশি থাকতে হবে।
জিপি কিছু দিন পর তাদের অফারগুলোতে পরিবর্তন নিয়ে আসে। তখন হয়তো কোডটি কাজ করবে না। তবে যতদিন পর্যন্ত অফারটি চলবে ততদিন পর্যন্ত কোডটি দিয়ে আপনি অফারটি নিতে পারবেন।
অফারটির শর্ত সমূহঃ
- অফারটি পেতে আপনাকে ডায়াল করতে হবেঃ *121*3366#
- অফারটি এক্টিভেশন করার পর থেকে ৩ দিন মেয়াদ থাকবে।
- অফারটির ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুনঃ *121*1*4#
- অফারটি সকল গ্রামীণফোন সিমের গ্রাহকরা পাবেন।
- পরবর্তী নোটিশ আসার আগ পর্যন্ত অফারটি চলবে।
- অফারটি নেওয়ার সময় মেইন ব্যালেন্স থেকে টাকা কাটা হবে।
- এই অফারটি 2G/3G/4G গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।
1GB 18 Taka GP Internet Offer
জিপির অন্যতম একটি অফার হচ্ছে ১৮ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাক। তবে এটি বায়োস্কোপ ইন্টারনেট প্যাক। যার মেয়াদ হবে ৭ দিন। প্যকটি কিনতে ডায়াল করুনঃ *121*3237#। গ্রাহকরা তাদের মেইন ব্যালেন্সে ১৮ টাকা বা তার বেশী পরিমান টাকা রেখে এই প্যাকটি কিনতে হবে।
আবারো বলে রাখছি, জিপি কিছু দিন পর তাদের অফারগুলোতে পরিবর্তন নিয়ে আসে। তখন হয়তো অফারটি আর পাবেন না। তবে যতদিন পর্যন্ত অফারটি চলবে ততদিন পর্যন্ত এই কোডটি দিয়ে আপনি অফারটি নিতে পারবেন।
অফারটির শর্তসমূহঃ
- অফারটি পেতে ডায়াল করুনঃ *121*3237#
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুনঃ *121*1*4#
- অফারটিতে পাওয়া ইন্টারনেট প্যাক দিয়ে শুধুমাত্র বায়োস্কোপ মুভি দেখতে পারবেন।
- অফারটির মেযাদ ৭ দিন।
- অফারটি Skitto সিম ব্যবহারকারীরা পাবেন না।
- অফারটি অটো রিনিউ হবে না।
- অফারটিতে পাওয়া ইন্টারনেট প্যাক শেষ হওয়ার পর পূর্বের নিয়মে ইন্টারনেট চার্জ কাটা হবে।
- ইন্টারনেট ব্যবহারের সকল শর্ত অফারটিতে প্রজোয্য হবে।
GP 512MB 28 Taka Internet Offer
জিপি অপারেটরের অন্যতম আকর্ষণীয় ইন্টারনেট প্যাক হচ্ছে ২৮ টাকায় ৫১২ এমবি অফারটি। অফারটিতে প্রাপ্ত ইন্টারনেট প্যাকের মেয়াদ থাকবে ৩ দিন। অফারটি পেতে আপনাকে ডায়াল করতে হবেঃ *121*3256#। অফারটি এক্টিভ করার জন্য আপনার মেইন ব্যালেন্সে অবশ্যই ২৮ টাকা বা তার বেশি পরিমান টাকা থাকতে হবে।
এখানেও বলে রাখছি, জিপি কিছু দিন পর তাদের অফারগুলো পরিবর্তন করে। তখন হয়তো এখানে দেওয়া কোডটি আর কাজ করবে না। তবে যতদিন পর্যন্ত অফারটি চলবে ততদিন পর্যন্ত কোডটি দিয়ে অফারটি নেওয়া যাবে।
অফারটির শর্তসমূহঃ
- অফারটি গ্রামীনফোনের সকল গ্রাহকরা পাবেন।
- পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত অফারটি চলবে।
- অফারটি পেতে ডায়াল করুনঃ *121*3256#।
- ইন্টারনেট প্যাক বন্ধ করতে ডায়াল করুনঃ *121*3041#।
- ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুনঃ *121*1*4#।
- অফারটি Skitto সিম ব্যবহারকারীরা পাবেন না।
- অফারটিতে পাওয়া ইন্টারনেট প্যাক শেষ হওয়ার পর পূর্বের ইন্টারনেট চার্জ কাটা হবে।
GP 3.5GB 69 Taka Internet Offer
মাত্র ৬৯ টাকা দিয়ে পাচ্ছেন ৩.৫ জিবি ইন্টারনেট। এটি সকল জিপি গ্রাহকদের জন্য প্রজোয্য। এই অফারটি গ্রামীণফোনের অন্যতম একটি আকর্ষণীয় অফার। অফারটি পেতে আপনাকে ডায়াল করতে হবেঃ *121*3282#। অফারটির মেয়াদ ৩ দিন। অফারটি পেতে হলে আপনার মেইন ব্যালেন্সে অবশ্যই ৬৯ টাকা বা তার বেশী পরিমান ব্যালেন্স থাকতে হবে।
জিপির অফারগুলো পরিবর্তনশীল। কিছু দিন পর হয়তো তারা ইন্টারনেট প্যাকটিতে পরিবর্তন নিয়ে আসবে। তখন অফারটি আর পাওয়া যাবে না। তবে যতদিন পর্যন্ত অফারটি চলবে ততদিন পর্যন্ত আপনারা উপরে উল্লেখিত কোডটির মাধ্যমে অফারটি পাবেন।
অফারটির শর্তসমূহঃ
- পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত অফারটি চলতে থাকবে।
- অফারটি চালু করার জন্য আপনাকে ডায়াল করতে হবেঃ *121*3282#।
- অফারটির মেয়াদ তিন দিন।
- আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুনঃ *121*1*4#
- যারা Skitto সিম ব্যবহার করেন তারা অফারটি পাবেন না।
- অফারটির মেয়াদ শেষ হওয়ার পর আপনার পূর্বের ইন্টারনেট চার্জ কাটা হবে।
- আপনার ইন্টারনেট অফার বন্ধ করার জন্য ডায়াল করুনঃ *121*3041#।
- অফারটি ব্যবহার করার জন্য জিপির সকল ইন্টারনেটের শর্তাবলি প্রজোয্য হবে।
12GB 198 Taka GP Internet Offer
গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণীয় অফার হচ্ছে ১৯৮ টাকায় ১২ জিবি ইন্টারনেট। অফারটির মেয়াদ ৭ দিন। অফারটি চালু করতে ডায়াল করুনঃ *121*3133#। অফারটি পেতে হলে আপনার মেইন ব্যালেন্স ১৯৮ টাকা বা তার বেশি থাকতে হবে।
গ্রামীণফোনের অফারগুলো কিছু দিন পর বন্ধ হয়ে যায়। তখন আর অফারগুলো পাবেন না। তবে যতদিন পর্যন্ত অফারগুলো চলবে ততদিন পর্যন্ত উপরে উল্লেখিত কোডটির মাধ্যমে অফারটি পাবেন।
অফারটির শর্তসমূহঃ
- অফারটি পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত চলবে।
- অফারটির মেয়াদ ৭ দিন।
- অফারটি চালু করতে গ্রাহককে ডায়াল করতে হবেঃ *121*3133#।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য গ্রাহককে ডায়াল করতে হবেঃ *121*1*4#।
- ইন্টারনেট প্যাক বন্ধ করার জন্য গ্রাহককে ডায়াল করতে হবেঃ *121*3041#।
- Skitto সিম ব্যবহারকারীরা অফারটি পাবেন না।
- অফারটির মেয়াদ শেষ হওয়ার পর আগের নিয়মে ইন্টারনেট চার্জ কাটা হবে।
আশা করছি, আপনি GP Internet Offer গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। গ্রামীণফোন বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর। এটি ইতিমধ্যে আমাদের দেশের সকল জেলায় 4G সেবা চালু করেছে। গ্রামীণফোন তাদের সকল গ্রাহকদের ২৪ ঘন্টা কাস্টমার সেবা দিয়ে থাকে। জিপি ইন্টারনেট অফার আমাদের ওয়েবসাইটটি থেকে পাবেন। গ্রামীণফোন তাদের গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট প্যক দিয়ে থাকে। আমার আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক!