Golpota Premer Mp3 Download Avraal Sahir & Kona
Golpota Premer Mp3 Download Avraal Sahir & Kona details will find here. Golpota Premer Music Video Details will find here. In this article, you can also read Golpota Premer Lyrics Avraal Sahir & Kona.
Golpota Premer Song Details:
- Song: Golpota Premer
- Singer: Avraal Sahir & Kona
- Lyric: M A Alam Shuvo
- Tune & Music: Avraal Sahir
- Drama: Golpota Premer
- Label: CD Choice
Golpota Premer Lyrics
প্রথম প্রেমের হাওয়া
অবুঝ চাওয়া পাওয়া
তোর পথে আজ দু’পা বাড়াই
তোর মনের আকাশ
আমি সাজাবো আজ
একসাথে চল চলনা হাড়াই
যত কথা বলি সবটা মনের
তোর আমার গল্পটা প্রেমের
যত কথা বলি সবটা মনের
তোর আমার গল্পটা প্রেমের।
মায়াবি কোনো রাতে চাদর হবো তোর
ঝরাবো দুহাতে করবো খুব আদর
যেখানে রাখি চোখ তুই তো সব দিকে
ভালোবাসার পাখি হবো, আমি তোর ডাকে।
জানলে জানুক লোকে,
ভালোবাসি তোকে
পুরনো রোগ তুই এই বুকে।
যত কথা বলি সবটা মনের
তোর আমার গল্পটা প্রেমের
যত কথা বলি সবটা মনের
তোর আমার গল্পটা প্রেমের।
রোদেলা দুপুরে ছায়া হবো তোর
ডুবেছি তোর মায়ায় কাটে না প্রহর
উড়াবো প্রেমের ঘুড়ি, দেবো সুতো ছিড়ে
হারিয়ে ফিরবো দুজন, চেনা আপন নিরে।
জানলে জানুক লোকে,
ভালোবাসি তোকে
পুরনো রোগ তুই এই বুকে।
যত কথা বলি সবটা মনের
তোর আমার গল্পটা প্রেমের
যত কথা বলি সবটা মনের
তোর আমার গল্পটা প্রেমের।