Ghor Chara Batash Hoye Lyrics – ঘর ছাড়া বাতাস হয়ে
Ghor Chara Batash Hoye Lyrics – ঘর ছাড়া বাতাস হয়ে lyrics is given below.
Ghor Chara Batash Hoye Lyrics
কেউ কথা রাখেনি ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,
কেউ গোধূলি বেলায় দু’হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি।
আর ডাকেনি..
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।
কেউ দূর আকাশে জোছনা মাখে
কেউ জোনাকির আলোয় গল্প লেখে,
কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে
ভুল পংক্তিমালা আবারো হাসে।
আবারও হাসে..
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।
চেনা পথ গুলো আজ দূরে দূরে
ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়,
সেই পুরোনো ঘর, পুরোনো চাদর
সব স্মৃতি হয়ে দক্ষিনা হাওয়ায় ভাসে।
দক্ষিনা হাওয়ায় ভাসে..
কেউ কথা রাখেনি ভালোবাসেনি
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,
কেউ গোধূলি বেলায় দু’হাত বাড়িয়ে
খুব আদর মেখে আর ডাকেনি।
আর ডাকেনি..
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই
পালতোলা নৌকায় আবার হারাবো,
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।
Ghor Chara Batash Hoye Lyrics in English
No one talked or loved
No one sneaked up,
Someone raised two hands in the twilight
He was very affectionate and did not call.
Didn’t call again..
I want to float you as the wind without a house
I will lose again in the sailing boat,
I want to make you laugh in the morning
I will fly in dreams across the eyes.
Someone is flying in the distant sky
Someone writes stories by candlelight,
Someone paints a picture in shades of gray
The wrong line laughs again.
Smiles again..
I want to float you as the wind without a house
I will lose again in the sailing boat,
I want to make you laugh in the morning
I will fly in dreams across the eyes.
Familiar paths are far away today
Dust turns to dust around you,
That old house, old sheets
All memories float in the southern breeze.
South wind floats..
No one talked or loved
No one sneaked up,
Someone raised two hands in the twilight
He was very affectionate and did not call.
Didn’t call again..
I want to float you as the wind without a house
I will lose again in the sailing boat,
I want to make you laugh in the morning
I will fly in dreams across the eyes.