সার্টিফিকেটসহ অনলাইনে ফ্রি কোর্স করার সেরা ১০ টি সাইট
Free Course Site. আপনি কি অনলাইনে সার্টিফিকেটসহ ফ্রি কোর্স করতে চান? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে সার্টিফিকেটসহ অনলাইনে ফ্রি কোর্স করার সেরা ১০ টি সাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা অনেকেই অনলাইনে ফ্রি কোর্স করার ব্যপারে আগ্রহী। কেননা অনলাইনে কোর্স করা অনেক সহজ। কারণ, অনলাইনে কোর্সগুলো ঘরে বসেই করা যায়। তাই আমাদের সময়ও অনেক বেঁচে যায়। বর্তমান যুগটি প্রযুক্তির যুগ। প্রযুক্তির এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের বিভিন্ন কোর্স করা দরকার।
বিভিন্ন অনলাইন সাইট থেকে বিনামূল্যে অনেক কোর্স করা যায়। আপনি চাইলে সহজেই এই সমস্ত সাইট থেকে বিনামূল্যে কোর্সগুলো করতে পারেন। এই অনলাইন কোর্সগুলির জন্য আপনার এক টাকাও খরচ করতে হবে না। আপনার শুধু ইন্টারনেট সংযোগ, একটি ল্যাপটপ বা স্মার্টফোন লাগবে। এই আর্টিকেলটি পড়ে আপনি আইটি, ম্যানেজমেন্ট, বিজনেস, ডিজাইন, এইচআর, প্রোগ্রামিংসহ আরও অনেক রকম অনলাইন ফ্রি কোর্স সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন সার্টিফিকেটসহ অনলাইনে ফ্রি কোর্স করার সেরা ১০ টি সাইট সম্পর্কে জেনে নেই।
Table of Contents
ফ্রি কোর্স করার সেরা ১০ টি সাইট
Udemy – উডেমী
অনলাইনে ফ্রি কোর্স করার সাইটের মধ্যে অন্যতম জন্যপ্রিয় একটি সাইট হচ্ছে Udemy। এখান থেকে আপনি অনেকগুলো কোর্স সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। সাথে সার্টিফিকেটও পাবেন। Udemy বিভিন্ন বিষয় নিয়ে ৬৫ হাজারেরও বেশি কোর্স প্রদান করে থাকে। আপনি এখান থেকে বিশ্বের অনেক বড় বড় কোর্সগুলি করতে পারবেন খুব সহজেই। যেকোন কাজের দক্ষতা, শখ বা ব্যক্তিগত আগ্রহের জন্য আপনি এখানকার কোর্সগুলো করতে পারেন।
Udemy – উডেমী থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
Udemy – উডেমী থেকে ফ্রিতে করতে পারবেন এমন কিছূ কোর্সের তালিকা নিচে দেওয়া হলোঃ
- Introduction to Human Rights
- Transparency and Anti-Corruption
- Acute respiratory failure
- SOC Verification Using System Verilog
- A World of Difference: Exploring Intercultural Communication
- Java for Complete Beginners
- Pre-Calculus: Animated Trigonometry Series
- JavaScript and Data Structures
- Introductory Photography Course
- Web Design for Web Developers
- Photography Fundamentals for Beginners
- Oracle SQL – A Complete Introduction
- Code Your First Game, Arcade Classic in JavaScript on Canvas
- Getting Started with Playing Guitar
- Piano Lessons For Absolute Beginners
- Planning for Data Collection
- Curso de ciberseguridad para micropymes y autónomos
- Igualdad de Género y Diversidad Sexual
- Gender Equality and Sexual Diversity
এছাড়াও আপনি আরো অনেক রকম কোর্স এখান থেকে করতে পারবেন।
2. Alison – এলিসন
Alison – এলিসন অনলাইনে ফ্রি কোর্স করার সাইটগুলোর মধ্যে অন্যতম একটি একটি সাইট। আপনি কি জানেন যে কোন ফ্রি অনলাইন কোর্স সাইটের ১৫ মিলিয়নের বেশি শিক্ষার্থী, ২.৫ মিলিয়ন গ্রাজুয়েট এবং ১৫00+ কোর্স রয়েছে? আপনি জেনে খুশি হবেন যে, সাইটটির নাম হচ্ছে Alison! এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে কোর্স করতে পারবেন। আপনি এখান থেকে শর্ট কোর্স করতে পারবেন অথবা সম্পূর্ণ ডিপ্লোমা কোর্সও করতে পারবেন। তবে আপনাকে সার্টিফিকেট মুদ্রন খরচ বাবদ কিছু টাকা দিতে হবে।
Alison – এলিসন থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
নিচে Alison থেকে ফ্রিতে করা যাবে এমন একটি কোর্সের তালিকা দেওয়া হলোঃ
- IT management
- Mobile Apps
- Software Engineering
- Data Science
- Database and Core IT skills
- Networking and Security
- Hardware
- Software Development
- Game Development
- Software Tools
এখানে শুধু উল্লেখযোগ্য কিছু কোর্সের তালিকা দেওয়া হয়েছে। এছাড়াও আরো অসংখ্য কোর্স বিনামূল্যে করা যাবে Alison থেকে।
3. Coursera – কোর্সেরা
অনলাইনে ফ্রি কোর্স করার অন্যতম জনপ্রিয় একটি সাইট হচ্ছে Coursera – কোর্সেরা। এখান থেকে আপনি বেশ কিছু বিষয়ে ফ্রি কোর্স করতে পারবেন। বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা এখান থেকে ফ্রি কোর্স গুলো করতে পারেন। প্রায় ৩৮০০+ কোর্সের ভিডিও এখানে পাওয়া যাবে। কোর্সেরার ২৫ মিলিয়নের বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে। এই কোর্সগুলো সারা বিশ্বের সকল শিক্ষার্থীরা করতে পারবেন।
Coursera – কোর্সেরা থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
Coursera – কোর্সেরা থেকে ফ্রিতে করা যাবে এমন একটি কোর্সের তালিকা এখানে দেওয়া হলোঃ
- Management of Fashion and Luxury Companies
- Private Equity and Venture Capital
- Learn to Program: The Fundamentals
- Internet History, Technology, and Security
- Introduction to Philosophy
- Cryptography I
- Buddhism and Modern Psychology
- English for Career Development
- Financial Engineering and Risk Management Part I
- Algorithms, Part I
- Seeing Through Photographs
এখানে শুধুমাত্র উল্লেখযোগ্য কিছু কোর্সের তালিকা দেওয়া আছে। এছাড়াও আরো অসংখ্য কোর্স বিনামূল্যে করা যাবে Coursera থেকে।
4. edX
edx হল একটি অনলাইন ফ্রি কোর্স সাইট। এই সাইটের মাধ্যমে আপনি কিছু কোর্স বিনামূল্যে করতে পারবেন। edx যে কাউকে যেকোন জায়গা হতে কোর্স করার সুযোগ প্রদান করে থাকে। যেকোন স্থান হতে তারা বিভিন্ন বিভাগের বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে সুযোগ দিয়ে থাকে। edX সাইটের কিছু বড় অংশীদার হলেন হার্ভার্ড, বার্কলে, ডার্টমাউথ, জর্জিটাউন এবং শিকাগো বিশ্ববিদ্যালয়। edX-এ যোগদানের মাধ্যমে আপনি ১৪০ টি প্রতিষ্ঠান থেকে ২৫০০+ অনলাইন কোর্স করতে পারবেন।
edX থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
edX থেকে ফ্রিতে করা যাবে এমন একটি কোর্সের তালিকা এখানে দেওয়া হলোঃ
- Python Basics for Data Science
- The Science of Beer
- Strategic Social Media Marketing
- CS50’s Web Programming with Python and JavaScript
- Entrepreneurship in Emerging Economies
- Rhetoric: The Art of Persuasive Writing and Public Speaking
- CS50’s Introduction to Game Development
- Programming for Everybody (Getting Started with Python)
- CS50’s Introduction to Computer Science
- The Analytics Edge
- The Foundations of Happiness at Work
- Leading High-Performing Teams
- Introduction to Project Management
- Marketing Analytics: Marketing Measurement Strategy
- Managing Study, Stress and Mental Health at University
- Six Sigma: Define and Measure
- Fat Chance: Probability from the Ground Up
- Chasing your Dream: How to End Procrastination and Get
- Introduction to FinTech
- Ethics in Action
- English Grammar and Style
এছাড়াও আপনি এখান থেকে আরো অসংখ্য কোর্স করতে পারবেন।
5. Google Digital Garage
আপনি কি কখনও Google Digital Garage কথা শুনেছেন? আমরা সকলেই প্রতিদিন গুগল ব্যবহার করি তবে অনেক ব্যবহারকারী বুঝতে পারে না যে গুগলেরও একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম রয়েছে। যে প্ল্যাটফর্ম থেকে আপনি অনেকগুলো কোর্স ফ্রিতে করতে পারবেন। আর সেটা হচ্ছে Google Digital Garage। এখান থেকে আপনি আনলিমিটেড কোর্স করতে পারবেন। এখানে ১০০টিরও বেশী ফ্রি কোর্স রয়েছে।
Google Digital Garage থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
Google Digital Garage থেকে ফ্রিতে করা যাবে এমন একটি কোর্সের তালিকা এখানে দেওয়া হলোঃ
- Promote a business with content
- Understand customers needs and online behaviors
- Build confidence with self-promotion
- How to enhance and protect your online campaign
- Land your next job
- Understand the basics of code
- Fundamentals of digital marketing
- Get a business online
- Make sure customers find you online
- Promote a business with online advertising
- Expand business to other countries
- Connect with customers over mobile
এছাড়াও আপনি আরো অসংখ্য কোর্স সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে করতে পারবেন।
6. LinkedIn Learning
অনলাইন জগতে যেসব সাইট থেকে ফ্রিতে কোর্স করা যায় তার মধ্যে LinkedIn Learning অন্যতম। এটি একটি প্রতিষ্ঠিত অনলাইন কোর্স করার সাইট। এখান থেকে আপনি অনেকগুলো কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। এটি ব্যবহারকারীদের প্রায় ১৫ হাজার কোর্স করার সুযোগ করে দেয়। LinkedIn Learning সাবস্ক্রাইব করে, আপনার ব্যবসা, প্রযুক্তি এবং সৃজনশীল-সম্পর্কিত দক্ষতা অর্জনের জন্য হাজার হাজার কোর্স করতে পারবেন। এখানে বিনামূল্যে এক মাসের ট্রায়াল অফার করে।
LinkedIn Learning থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
LinkedIn Learning থেকে ফ্রিতে করা যাবে এমন একটি কোর্সের তালিকা এখানে দেওয়া হলোঃ
- Become a Software Developer
- Become a Sales Representative
- Become a Project Manager
- Prepare for CompTIA Network+ Certification
- Become a Customer Service Specialist
- Become a Digital Marketing Specialist
- Prepare for the CompTIA A+ Certification
- Become a Data Analyst
- Become a Financial Analyst
- Become a Graphic Designer
- Finding a Job During Challenging Economic Times
- Master In-Demand Professional Soft Skills
- Digital Transformation in Practice: Virtual Collaboration Tools
- Diversity, Inclusion, and Belonging for All
এছাড়াও LinkedIn Learning থেকে আপনি আরো অসংখ্য কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন।
7. Skillshare
আপনারা নিশ্চয়ই Skillshare এর কথা শুনেছেন? Skillshare ও অনলাইনে ফ্রি কোর্স করার একটি জনপ্রিয় সাইট। এখানে ১০ হাজার এর মতো কোর্স রয়েছে এবং ৫০০টিরও বেশি ফ্রি কোর্স রয়েছে। Skillshare থেকে আপনি ফ্লিম, রাইটিং, টেক, লাইফস্টাইলসহ আরো অসংখ্য কোর্স করতে পারবেন।
Skillshare থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
Skillshare থেকে ফ্রিতে করা যাবে এমন একটি কোর্সের তালিকা এখানে দেওয়া হলোঃ
- Animation
- Creative Writing
- Film & Video
- Fine Art
- Graphic Design
- Illustration
- Music
- Photography
- UI/UX Design
- Web Development
- Business Analytics
- Freelance & Entrepreneurship
- Leadership & Management
- Marketing
- THRIVE
- Lifestyle
- Productivity
এছাড়াও Skillshare থেকে আপনি আরো অসংখ্য বিষয়ে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন।
8. Udacity
অনলাইনে ফ্রি কোর্স করার অন্যতম জনপ্রিয় একটি সাইট হচ্ছে Udacity। এখান থেকে আপনি বেশ কিছু বিষয়ে ফ্রি কোর্স করতে পারবেন। Udacity প্রধানত ডেটা সায়েন্স, প্রোগ্রামিং, ওয়েব ডেভোলেপমেন্ট, সফটাওয়্যার ডেভোলেপমেন্ট নিয়ে কাজ করে থাকে। এখানে ২৩৩ টি ফ্রি কোর্স রয়েছে।
Udacity থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
Udacity থেকে ফ্রিতে করা যাবে এমন একটি কোর্সের তালিকা এখানে দেওয়া হলোঃ
- Hybrid Cloud Engineer
- Machine Learning Engineer for Microsoft Azure
- Developer for Microsoft Azure
- RPA Developer with UiPath
- Agile Software Development
- Data Science for Business Leaders
- DevOps Engineer for Microsoft Azure
- Intermediate JavaScript
- Monetization Strategy
- Data Product Manager
- SQL
- Programming for Data Science with Python
- Self Driving Car Engineer
- Machine Learning Engineer
- Introduction to Programming
এছাড়াও Udacity থেকে আপনি আরো অসংখ্য বিষয়ে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন।
9. Facebook Blueprint
আপনারা Facebook Blueprint এর নাম শুনেছেন? এটাও একটা অনলাইনে ফ্রি কোর্স করার অন্যতম জনপ্রিয় একটি সাইট। এখানে আপনারা অসংখ্য কোর্স বিনামূল্যে করতে পারবেন। Facebook Blueprint এ যোগদানের মাধ্যমে শিক্ষার্থীরা ৪০০+ মাইক্রো অনলাইন ক্লাস করতে পারবেন। আপনি জেনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে, Facebook এ এখন ফ্রি কোর্স করা যায়, তাই না?
Facebook Blueprint থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
Facebook Blueprint থেকে ফ্রিতে করা যাবে এমন একটি কোর্সের তালিকা এখানে দেওয়া হলোঃ
- Decide who you want to reach
- Stay connected to customers online
- Bring your business online with Instagram
- Help your customers connect to your business on WhatsApp
- Attract an audience on social media
- Plan what to post on Instagram
- How to make your Instagram content stand out
এছাড়াও Facebook Blueprint থেকে আপনি আরো অসংখ্য বিষয়ে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন।
10. Khan Academy
আমার লিস্টের সর্বশেষ সাইট হচ্ছে Khan Academy। Khan Academy থেকে আপনি বিনামূল্যে অসংখ্য কোর্স করতে পারবেন। খান একাডেমির মিশন হচ্ছে যে কেউ যে কোন স্থান থেকে যাতে বিনামূল্যে কোর্স করতে পারে। খান একাডেমি কম বয়সীদের কোর্সগুলো সম্পর্কে বেশী গুরুত্ব দিয়ে থাকে। তাদের কোর্সগুলো থেকে তারা কোন মুনাফা নেয় না।
Khan Academy থেকে কোন কোর্সগুলো ফ্রিতে করা যাবে?
Khan Academy থেকে ফ্রিতে করা যাবে এমন একটি কোর্সের তালিকা এখানে দেওয়া হলোঃ
- Algebra 1
- Geometry
- Algebra 2
- Trigonometry
- Precalculus
- Mathematics 1
- Mathematics 2
- Mathematics 3
- High school math
- History
- US government and civics
- US history
- World history
- Science
- Chemistry
- High school biology
- Physics
- Computer animation (created in partnership with Pixar!)
- Computer programming
- Computer science
- Hour of Code
- Art history
- Grammar
- Macroeconomics
- Microeconomics
- SAT prep
এছাড়াও Khan Academy থেকে আপনি আরো অসংখ্য বিষয়ে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন।
আশা করছি, সার্টিফিকেটসহ অনলাইনের জনপ্রিয় ১০ টি Free Course Site সম্পর্কে জানতে পেরেছেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।