Eshwar Ki Tomar Amar Lyrics – Riyad, Shakib Khan

Eshwar Ki Tomar Amar Lyrics – Riyad, Shakib Khan will find here. Eshwar Ki Tomar Amar is a popular Bengali song. This song is the song of Priyotoma movie. The song Eshwar Ki Tomar Amar has received a lot of responses from the audience. The song Eshwar Ki Tomar Amar is sung by Riyad. This popular song is written by Shomeshwar Oli.

Eshwar Ki Tomar Amar Lyrics Bangla

তুমি এই রোদের মতো
আমি তোমায় মাখছি গো,
তুমি এই মেঘের মতো
বৃষ্টির আশায় থাকছি গো।

ভাবি যেতে যেতে থেমে
সেই দেখা শেষ দেখা না হোক,
তোমার আমার প্রেমে
আমি কি একাই স্মৃতির বাহক।

তুমি সব ভালো আমার
তুমি সব আলো আমার,
অন্ধকার তো না,
তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা।

ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতোনা ?
ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতোনা ?

তোমার সেই সবুজ পাহাড়
একটু কি রং হারাচ্ছে তা,
মন খারাপের বিলাপ শোনো
গাছ ফুল পাখি লতাপাতা।

এই ধূসর প্রখর জমিনে
আমি পথ হারা তোমা-বিনে,
শুনতে কি পাও না আর্তনাদ?

ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতো না?
ঈশ্বর কি তোমার আমার
মিলন লিখতে পারতো না?

Check also:

O Priyotoma Lyrics

Eshwar Ki Tomar Amar Lyrics English

You are like this sun
i love you
You are like this cloud
I am hoping for rain.

I stop thinking as I go
May that meeting not be the last.
in love with you
Am I the only bearer of memories?

you are all good to me
you are my light
It’s not dark
But will love pray in vain?

Is God your mine?
Could you write Milon?
Is God your mine?
Could you write Milon?

That green hill of yours
What color is fading a little,
Listen to the sad lament
Trees, flowers, birds, foliage.

In this gray intense texture
I lost my way to you,
Can’t you hear the cry?

Is God your mine?
Milon could not write?
Is God your mine?
Milon could not write?