Ek Hariye Jaoa Bondhu Mp3 Download Shayan

Ek Hariye Jaoa Bondhu Mp3 Download Shayan details will find here. Ek Hariye Jaoa Bondhu Music Video details will find here. In this article, you can also read Ek Hariye Jaoa Bondhu song lyrics here.

Ek Hariye Jaoa Bondhu Song Details:

  • Song Title: Ek Hariye Jaoa Bondhu
  • Artist/Singer: Shayan
  • Album: Shayaner Gaan (Shopno Amar Haat Dhoro)

Ek Hariye Jaoa Bondhu Song Lyrics in Bangla

এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে

সকাল বিকেল বেলা

কত পুরোনো নতুন পরিচিত গান

গাইতাম খুলে গলা

কত এলোমেলো পথ হেঁটেছি দু’জন

হাত ছিল না তো হাতে

ছিল যে যার জীবনে দু’টো মন ছিল

জড়াজড়ি একসাথে

কত ঝগড়া-বিবাদ সুখের স্মৃতিতে

ভরে আছে শৈশব

তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো

ভালোবাসছি অসম্ভব

কেন বাড়লে বয়স

ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়

কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড়

হারানোর তালিকায়

আজ কে যে কোথায় আছি

কোন খবর নেই তো কারো

অথচ তোর ঐ দুঃখগুলোতে

অংশ ছিল আমারও

এই চলতি জীবন ঘটনাবহুল

দু’এক ইঞ্চি ফাঁকে

তুইতো পাবিনা আমায়

আর আমিও খুঁজিনা তোকে

কত সুখ পাওয়া হয়ে গেল, তোকে ভুলে গেছি কতবার

তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার

আজ চলতে শিখে গেছি

তোকে নেই কিছু প্রয়োজন

তবু ভীষন অপ্রয়োজনে তোকেই

খুঁজছে আমার মন

তুই হয়তো ভালোই আছিস

আর আমিও মন্দ নেই

তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে

আঁকিবুকি কাটবেই

তুই কতদুরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি

এই দুঃখটা হয়ে থাক, এই দুঃখটা বড় দামী

সেই কোন কথা নেই মুখে

শুধু চুপচাপ বসে থাকা

ছিল যার যার ব্যথা তার তার বুকে

ছড়িয়ে ছিটিয়ে রাখা

আমি ভাবিনি তখন ভুলেও এমন

দু’জন দু’দিকে যাবে

বুঝিনি আমার হৃদস্পন্দন

আমারই অচেনা হবে

এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল

হলো অহংকারের জয়, সেই বন্ধন ছিঁড়ে গেলো

সেই অহংকারের খেলায় দু’জনে

জিতে গেছি একসাথে

প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি

সেই বিজয়োল্লাস প্রতিধ্বনিত

মুর্ত আর্তনাদে

আজ বুকের ভিতর মিষ্টি একটা

শৈশব শুধু কাঁদে

আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষন একা

কত হাজার বছর তোর হাতটাকে হয়নি তো ছুঁয়ে দেখা

আমি কত কত বার আঁকি তোর ছবি

ভঙ্গুর কল্পনাতে

আজও জ্বলে যাই আজও পুড়ে যাই

তোর দু’চোখের অবসাদে

দ্যাখ্‌ নীল নীল নীল আকাশের মত

অনন্ত হাহাকার

আজ বুকের ভেতর ভাঙছে ভাঙছে

ভেঙে সব চুরমার

কোন শত্রুরও যেন প্রাণের বন্ধু

এমন দূরে না যায়

শোন বন্ধু কখনো কোন বন্ধুকে

বলোনা যেন বিদায়।

Ek Hariye Jaoa Bondhu Song Lyrics in English

With a lost friend

Morning and afternoon

How many old new familiar songs

I used to sing

What a random path the two of us have walked

The hand was not in the hand

There were those who had two minds in their lives

entwined together

How many quarrels in happy memories

Childhood is full

I still remember you

Love is impossible

Why age?

A childhood friend is lost

Why lose everything and increase the crowd

On the losing list

Who and where am I today?

No one has any news

But in your sorrows

I had my share too

This current life is eventful

Two inches apart

you won’t get me

And I’m not looking for you either

How much happiness was found, how many times I forgot you

However, your songs come from childhood again and again

I learned to walk today

You don’t need anything

But you needn’t worry

Searching my heart

You may be fine

And I’m not bad either

However, the memories came in time

Ankibuki will be cut

How far have you gone, I lost you

Let this sadness be, this sadness is very expensive

There is no such thing

Just sit quietly

He had pain in his chest

Scattered

I didn’t think to forget then

The two will go in both directions

I didn’t understand my heartbeat

I will be a stranger

There were great ties in this divided world

It is pride’s victory, that bond is torn

Both of them in the game of pride

We won together

I gave the answer to every brick in stone

The triumph echoed

Murta cries

Today there is something sweet in the chest

Childhood only cries

Why does Abela feel lonely today in retirement?

How many thousands of years have not touched your hand

How many times I draw your picture

In fragile imagination

I still burn today, I still burn today

Your eyes are tired

See blue blue like the blue sky

Eternal moaning

Today the heart is breaking

All broken

An enemy is like a life friend

Don’t go that far

Listen to a friend sometimes

Don’t say goodbye.