Ei Veja Borshay Mp3 Download Saif Zohan
Ei Veja Borshay Mp3 Download Saif Zohan details will find here. Ei Veja Borshay music video details will find here. In this article, you can also read Ei Veja Borshay – Saif Zohan song lyrics.
Ei Veja Borshay Song Details:
- Song Name: Ei Veja Borshay
- Vocal And Lyrics: Saif Zohan
- Music: Shovon Roy
- Video: Saif Zohan
Ei Veja Borshay Song Lyrics Bangla
এই ভেজা বরষায়
মন তাকে ফিরে চায়,
এই ভেজা বরষায়
মন তাকে ফিরে চায়,
কাদা ছেটা স্মৃতি গুলো
ভেবে লাগে অসহায়।
এই ভেজা বরষায়
তাকে ভোলা বড় দায়,
নীর হারা পাখির মত
যেন আমি নিরুপায়।
এই ভেজা বরষায়।।
আকাশের বুকে জমা মেঘেদের মত
এই বুকে জমা আছে অগনিত ক্ষত।
আকাশের বুকে জমা মেঘেদের মত
এই বুকে জমা আছে অগনিত ক্ষত,
বৃষ্টির ঠিক আগে বয়ে যাওয়া হাওয়া
ভাবায় তার আমার পাওয়া না পাওয়া।
সেই হাওয়া ছুঁয়ে যায়
স্মৃতি গুলো ধুয়ে যায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।।
বৃষ্টির বিকেলের আসমানি দুখ
ভাবায় আমায় তার মিলনের সুখ।
বৃষ্টির বিকেলের আসমানি দুখ
ভাবায় আমায় তার মিলনের সুখ,
সহজতো ছিলনা একসাথে হাটা
যে মিলনে খুশি নয় স্বয়ং বিধাতা,
তার, জন্য তবু কেদে যায়
এ দু’চোখ ভিজে যায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।।
মাঝরাতে ঝড়ো হাওয়া যদি বয়ে যায়
তার অভিমানী মুখ মনে পড়ে হায়।
মাঝরাতে ঝড়ো হাওয়া যদি বয়ে যায়
তার অভিমানী মুখ মনে পড়ে হায়,
ঝিরি ঝিরি বৃষ্টিরা পড়ে মাঝরাতে
কান্নারা মিশে যায় বৃষ্টির সাথে,
যার, জন্য বুক জ্বলে যায়
সেই যদি চলে যায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।
যেই দিন চলে যায়
তাকি আর ফিরে আয়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।
Ei Veja Borshay Song Lyrics English
In this wet rain
My heart wants him back.
In this wet rain
My heart wants him back.
Muddy memories
I feel helpless.
In this wet rain
Forgetting him is a big responsibility.
Like a waterless bird
As if I am helpless.
In this wet rain.
Like clouds in the sky
Countless wounds are stored in this chest.
Like clouds in the sky
Countless wounds are stored in this chest,
The wind blowing just before the rain
Thinking that he can’t find me.
That wind touches
the memories wash away
In this wet rain
In this wet rain,
In this wet rain
In this wet rain.
The heavenly sadness of a rainy afternoon
I think of the happiness of his union.
The heavenly sadness of a rainy afternoon
I think of the happiness of his union,
It was not easy to walk together
God himself is not pleased with that union,
For him, he still cries
These two eyes get wet,
In this wet rain
In this wet rain,
In this wet rain
In this wet rain.
If a stormy wind blows in the middle of the night
I remember his proud face.
If a stormy wind blows in the middle of the night
I remember his proud face,
Heavy rain fell in the middle of the night
The tears mingle with the rain,
For which, the chest burns
If that goes away,
In this wet rain
In this wet rain.
The day that passes
Wait and come back.
In this wet rain
In this wet rain,
In this wet rain
In this wet rain.