Chokhe Chokhe – IMRAN & PUJA [Music]
Chokhe Chokhe – IMRAN & PUJA [Music] will be found here. Chokhe Chokhe song is sung by Imran and Puja. Chokhe Chokhe – IMRAN & PUJA Music video and lyrics will be found here. Chokhe Chokhe song is a popular song now.
“Chokhe Chokhe Mp3 Download” is an exclusive popular song by Imran and Puja. Chokhe Chokhe song by Imran and Puja is a trending song you can hit the download mp3 below.
Chokhe Chokhe Lyrics
চলো বসা যাক দুজনে কোথাও মনের ঘর বাসিয়ে
কথা বলা যাক তুমি আমি এতোটা ভেবেছি জানিয়ে
কথা শোনা যাক মনে মনে আর কি হবে সব লুকিয়ে
শুধু বলা যাক কোনো ভুল করিনি তোমায় রিদয় দিয়ে
জানি তুমি ছাড়া দিশে হারা আর আমার
হে দিশে হারা হয়েগেছি তাই আবার।
চোখে চোখে রাখবো তোমায় বলোনা
মনে মনে আঁকবো তোমায় বলোনা
কোনো দিনও ছেরে যাবেনা।
চোখে চোখে থাকবো তোমার যাবোনা
মনে মনে থাকবো তোমায় শোনোনা
কোনো দিনও ছেরে যাবেনা।
হুম চলোনা দেখে আসি
যেখানে ভালোবাসি
লিখে দিলে মোছে না।
সেখানে লেখে আসি
তোমাকে ঘিরে বাঁচি
কাউকে মন খোঁজে না।
বলো তুমি ছাড়া কে ছাড়া আর আমার
হে দিশে হারা হয়ে খুজেছি আবার
চোখে চোখে রাখবো তোমায় বলোনা
মনে মনে আঁকবো তোমায় বলোনা
কোনোদিনও ছেরে যাবেনা।
চোখে চোখে থাকবো তোমার যাবোনা
মনে মনে থাকবো তোমায় শোনোনা
কোনোদিনও ছেরে যাবেনা।
দুজনে পাশাপাশি এখনো বসে আছি
যেখানে আকাশ নিভে না
গোধুলি খুঁজে পেলে তোমাকে ছুতে গেলে
ফিরিয়ে জানি দেবেনা।
আমার কথারা খোঁজে তোমাকে আবার
তুমি সাহারা হয়ে থেকে যাও আমার
চোখে চোখে রাখবো তোমায় বলোনা
মনে মনে আঁকবো তোমায় বলোনা
কোনোদিনও ছেরে যাবেনা।
চোখে চোখে থাকবো তোমার যাবোনা
মনে মনে থাকবো তোমায় শোনোনা
কোনোদিনও ছেরে যাবেনা।
Thanks for reading my article about Chokhe Chokhe – IMRAN & PUJA [Music]. I think now you know more about Chokhe Chokhe – IMRAN & PUJA [Music]. Stay well.