Skip to content

TuneRound.com

Menu
  • Home
  • TikTok Trends
  • Netflix
  • Movie
  • Series
  • Live
  • Top List
HomeJobবিকাশ লোন কিভাবে নিবো | বিকাশ লোন নেওয়ার নিয়ম

বিকাশ লোন কিভাবে নিবো | বিকাশ লোন নেওয়ার নিয়ম

আপনার প্রশ্ন কি বিকাশ লোন কিভাবে নিবো? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি পড়ে আপনি কিভাবে বিকাশ লোন নিবেন অর্থাৎ বিকাশ লোন নেওয়ার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। আমাদের দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাকিং সেবা হচ্ছে বিকাশ। টাকা লেনদেনের ক্ষেত্রে বর্তমানে বিকাশ খুবই জনপ্রিয় একটি মাধ্যম। আর এই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং বিকাশ নিয়ে আসলো তার গ্রাহকদের জন্য লোনের সুবিধা। বিকাশের এই লোনকে সহায়তা করছে বাংলাদেশের অন্যতম ব্যাংক সিটি ব্যাংক। তাহলে চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে আসি ।

  • কত টাকা পর্যন্ত Bkash Loan – বিকাশ লোন পাওয়া যাবে?
  • সিটি ব্যাংক ও বিকাশ কেন এই Loan প্রদান করছে?
  • Bkash Loan – বিকাশ লোন কিভাবে নিবো
  • Bkash Loan – বিকাশে লোন নেওয়ার নিয়ম
  • বিকাশ লোন পরিশোধ করবেন কিভাবে?
  • মোবাইল দিয়ে বিকাশ অ্যাকউন্ট খোলার নিয়ম
    • প্রথমে ধাপ
    • দ্বিতীয় ধাপ
    • শেষ ধাপ

কত টাকা পর্যন্ত Bkash Loan – বিকাশ লোন পাওয়া যাবে?

সিটি ব্যাংকের সহায়তায় বিকাশ তার গ্রাহকদের লোনের সুবিধা দিবে। প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্পের আওতায়, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ গ্রহণের সুযোগ পাবেন বিকাশের গ্রাহকরা। তবে পরবর্তীতে হয়তো পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে।

bkash offer

সিটি ব্যাংক ও বিকাশ কেন এই Loan প্রদান করছে?

আমাদের দেশের অনেক মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল না। তাদের অনেক সময় জরুরী প্রয়োজনে টাকার দরকার হয়। তাদের জরুরী প্রয়োজন মেটানোর জন্য লোন নিতে হয়। বিভিন্ন সময় অর্থের জরুরী প্রয়োজন মেটাতে এখনও অনানুষ্ঠানিক খাত থেকে উচ্চ সুদে কঠিন শর্তে লোন নিতে বাধ্য হন আমাদের দেশের নানা স্তরের মানুষ। অনেক ক্ষেত্রেই টাকা সংগ্রহ করতে না পেরে আরো বড় কোন ঝামেলায় পড়ে যান তারা। তাছাড়াও, আরো অনেক কারণেই তাদের লোনে দরকার হয়ে পড়ে। সিটি ব্যাংক ও বিকাশের এই ডিজিটাল লোন সেবাটি এমন প্রয়োজনগুলো মেটানোর লক্ষ্যে প্রান্তিক মানুষ, ব্যবসায়ী, পেশাজীবীসহ সকল শ্রেণীর গ্রাহকের জীবনমান উন্নয়নের জন্য চালু করা হয়েছে।

bkash loan

ডিজিটাল লোনের এই উদ্যোগটির বিষয়ে বিকাশ C E O কামালকাদীর বলেন, “প্রান্তিকসহ সকল শ্রেণীর মানুষের জীবনের মানোন্নয়ন এবং আর্থিক অর্ন্তভুক্তিতে আরো জোরালো ভূমিকা রাখতে বিকাশের মত কার্যকর ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম ও বিশাল গ্রাহক ভিত্তিকে ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংকগুলো সৃজনশীল নতুন নতুন সেবা প্রচলন করতে পারে। সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ প্রকল্প তারই একটি উদাহরণ। জরুরী মুহূর্তে তাৎক্ষণিক জামানতবিহীন এই ঋণ প্রান্তিক মানুষ, তরুণ সমাজ, প্রান্তিক ব্যবসায়ীদের জন্য আর্শীবাদ হবে বলেই আমরা বিশ্বাস করি।”

Bkash Loan – বিকাশ লোন কিভাবে নিবো

বিকাশ লোন গ্রহণের জন্য গ্রাহকদের জন্য কিছু শর্ত রয়েছে। সবচেয়ে প্রধান শর্ত হচ্ছে উপযুক্ত বিকাশ গ্রাহকগণ এই লোনের সুবিধাটি পাবেন। গ্রাহকরা তাদের বিকাশ মোবাইল অ্যাপ ব্যবহার করার মাধ্যমে এই লোনটি নিতে পারবেন। সিটি ব্যাংক ও বিকাশের এই ডিজিটাল লোন সেবার সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হল উপযুক্ত গ্রাহকগণ যেকোনো সময় যেকোনো স্থানে বসে এই ঋণ গ্রহণ করতে পারবেন। তবে শর্ত হলো বিকাশ অ্যাপ থেকে এই লোনটি নিতে হবে।

এই সেবার মাধ্যমে বিকাশের গ্রাহকরা কোন জামানত ছাড়াই ১০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তবে জানা গেছে, বর্তমানে পরীক্ষামূলকভাবে শুধুমাত্র বাছাইকৃত বিকাশ গ্রাহকরা এই লোন সুবিধাটি ভোগ করতে পারবেন, কারণ সেবাটি সম্প্রতি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে। ঋণ নেয়ার পর তিন মাসে, সম পরিমাণ তিন কিস্তিতে নির্ধারিত তারিখে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে তা স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত হয়ে যাবে। নির্ধারিত পরিশোধ তারিখের আগে গ্রাহক SMS এবং Apps এর মাধ্যমে এ সংক্রান্ত নোটিফিকেশন পাবেন।

আমেরিকান ডিবি লটারিতে আবেদন করুন এখানে

Bkash Loan – বিকাশে লোন নেওয়ার নিয়ম

বিকাশ লোনের সুবিধাটি পর্যায়ক্রমে প্রায় সবাই পাবে। তবে এখন কিছু নির্দিষ্ট সংখ্যক গ্রাহক এই লোনের সুবিধাটি ভোগ করতে পারবে। প্রকল্পটি সম্পর্কে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন জানিয়েছেন, “আমরা সবসময়ই গ্রাহকদের প্রয়োজনে আরো কাছে থাকার চেষ্টা করি। আমাদের দেশে অনেকেরই, বিশেষকরে ক্ষুদ্র ব্যবসায়ীদের হঠাৎই অর্থের প্রয়োজন হয়। সেটি কিভাবে আরো সহজে তাদের কাছে পৌঁছে দেয়া যায় এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে সেই অর্থ ব্যবহার করতে পারে, সেটি মাথায় রেখেই এই ডিজিটাল ঋণের যাত্রা শুরু। আমাদের এই পাইলট প্রকল্পটি নীরিক্ষামূলক, এই প্রকল্পে অর্জিত অভিজ্ঞতা নিয়ে ক্রমোন্নয়নের মাধ্যমে গ্রাহকের জন্য আরও ভালো সেবা নিয়ে আসতে পারবো বলেই আমরা আশা করি।”

সুতরাং বলা যায় যে, আপাতত নির্বাচিত বিকাশ গ্রাহকরাই ১০ হাজার টাকা পর্যন্ত এই লোন নিতে পারবেন। প্রকল্পটি যদি সফল হয়, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে সেবাটি আরো বেশি বিকাশ গ্রাহকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা যায়। আপনার ক্রেডিট অ্যাসেসমেন্ট এর উপর নির্ভর করবে আপনি বিকাশ লোন পাবেন নাকি পাবেন না সেটা । আপনার তথ্য বিকাশ এবং সিটি ব্যাংক আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে দেখবে। যদি তারা মনে করে যে আপনি এই লোন পাওয়ার উপযুক্ত, তাহলে আপনার বিকাশ অ্যাপে এই লোন নেয়ার অপশন পাবেন।

বিকাশ লোন পরিশোধ করবেন কিভাবে?

লোন নেওয়ার পর তিন মাসে, সম পরিমাণ তিন কিস্তিতে নির্ধারিত তারিখে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে তা স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত হয়ে যাবে। গ্রাহককে কিছু করা লাগবে না। নির্ধারিত পরিশোধ তারিখের আগে গ্রাহক এসএমএস এবং অ্যাপ-এর মাধ্যমে এ সংক্রান্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। লোন গ্রহণকারীগণ ঠিক সময়ে লোন পরিশোধ করছে কিনা, তাও পর্যবেক্ষণ করা হবে। পরবর্তী ঋণ প্রদানে এই ব্যাপারটিও বিবেচনা করা হবে বলে জানা যায়।

মোবাইল দিয়ে বিকাশ অ্যাকউন্ট খোলার নিয়ম

এখন খুব সহজে মোবাইল দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়। মোবাইল দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি স্মার্টফোন লাগবে এবং আপনার এনআইডি কার্ড লাগবে। নিচে বিস্তারিত দেওয়া হলো।

bkash app

প্রথমে ধাপ

প্রথমে আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপটি ইন্সটল করতে হবে। Bkash App Download Link  বিকাশ অ্যাপ ইন্সটল করার পর সেটি ওপেন করুন। ওপেন করার পর সেখানে আপনার কিছু পারমিশন চাইবে। যেমন, ফোন কল,কন্টাক্ট এবং লোকেশনের। এগুলাতে Allow করে দিন।  Allow করে দিলে আপনার অ্যাপটি রেডি হয়ে যাবে। তারপর আপনার অ্যাপটিতে লগইন/রেজিস্ট্রেশন পেজ দেখতে পাবেন। নতুন একাউন্ট খুলতে লগইন/রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।

এরপর আপনার মোবাইল নম্বর চাইবে। আপনি যে মোবাইলটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন সেই মোবাইলের নম্বরটি দিন। এরপর একটি অ্যারো বাটন আসবে। অ্যারো বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে নম্বর টি দিয়েছেন সেটা কোন কোম্পানি বা অপারেটর তা সিলেক্ট করুন। যেমনঃ Robi, Airtel, Grameenphone, Banglalink ইত্যাদি।

তারপর আপনার মোবাইল নম্বরটি ভেরিফাই করার জন্য একটি OTP কোড যাবে আপনর মোবাইলে। সেটা টাইপ করুন এবং অ্যারো বাটনে ক্লিক করে মোবাইল নম্বর ভেরিফাই করুন। এরপর বিকাশের শর্তাবলী কে ভালোভাবে পড়ে নিন এবং অ্যারো বাটন এ ক্লিক দিয়ে Accept করুন।

দ্বিতীয় ধাপ

নতুন বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে তিনটি কাজ করা লাগবে।

  • প্রথম কাজ, আপনার NID কর্ডের ছবি তুলে সাবমিট করতে হবে।
  • দ্বিতীয় কাজ, আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
  • তৃতীয় কাজ, নিজের একটি সেলফি ছবি তুলে সেখানে সাবমিট করতে হবে।

এই তিনটি কাজ করলেই আপনার বিকাশে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।

আপনার ফোনের ক্যামেরা ওপেন হবে, সেখানে নিজের NID কার্ড এর ফ্রন্ট সাইড এর ছবি তুলে সাবমিট করুন। ফ্রন্ট সাইড এর ছবি সাবমিট হলে তারপর NID কার্ডের ব্যাক এর ছবি তুলে সাবমিট করুন একই ভাবে।

আপনার NID কার্ডের ছবি সাবমিট হয়ে গেলে অটোমেটিকলি সেখানে আপনার NID কার্ডের ইনফরমেশন গুলো show করবে। নিচে অ্যারো বাটনে ক্লিক করে আরো কিছু তথ্য চাইবে সেগুলো সঠিকভাবে পূরণ করুন।

  • আপনার লিঙ্গ কি তার অপশন পাবেন, আপনি নিজের লিঙ্গ সিলেক্ট করুন।
  •  আপনার আয়ের উৎস জানতে চাইবে। এখানে অনেক অপশন আসবে, আপনি একটি সিলেক্ট করুন।
  • তারপর আপনার নিজের আনুমানিক মাসিক আয় সিলেক্ট করুন।
  • আপনার পেশা কি সেটা সিলেক্ট করুন।

সব তথ্য দেওয়ার পর একটু অপেক্ষা করুন। তারপর নিজের ছবি সাবমিট করার অপশন পাবেন। নিজের সেলফি ছবি তুলে আপলোড করার আগে তার কিছু নিয়ম লেখা আছে সেগুলি ভালো ভাবে পড়ে নিন। আপনার ফেস স্ক্যান হলে কনফারমেশন এসএমএস পেতে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর একটি ম্যাসেজ দেখতে পাবেন। ম্যাসেজ টি ক্রস দিয়ে কেটে দিন।

শেষ ধাপ

সবশেষে আপনার অ্যাকাউন্টটিতে লগইন করতে হবে। যে মোবাইল নম্বরটি দিয়ে এই অ্যাকাউন্টটি খুলেছেন, সেটি টাইপ করুন। অপারেটর সিলেক্ট করুন। তারপর আপনার নম্বরে otp কোড যাবে। সেটা দিয়ে দিন। এরপর আপনার বিকাশ একাউন্টে নতুন একটি পিন সেট করতে হবে।

৫ ডিজিট এর একটি নম্বর দিয়ে পিন সেট করুন। দ্বিতীয়বার করনফর্ম করতে আরেকবার দিন পিন নম্বরটি। এই পিনটি নম্বরটি আপনাকে মনে রাখতে হবে। কারণ এটি বিকাশ ব্যবহার করার জন্য সব সময় প্রয়োজন হবে। তারপর অ্যারো তে ক্লিক করলে এবার নিজের নম্বরটি দেখতে পাবেন। আর নিচে আপনার ৫ ডিজিটের পিন টি দিয়ে লগইন করুন। এখানে যেভাবে বলা হয়েছে সে অনুযায়ী সব কিছূ সঠিকভাবে করতে পারলেই আপনার বিকাশ অ্যাকাউন্ট সফল ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে।

আশা করছি, Bkash Loan এবং নতুন Bkash Account খোলা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তারপরেও আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক।

Tags:bkash account, bkash app, bkash offer, বিকাশ অফার, বিকাশ লোন

Related Posts

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | বিমান বাহিনী নিয়োগ ২০২১

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ পদ সংখ্যা ৪৭ টি

Titas Gas Question Solution 2021

Titas Gas Question Solution 2021 – TGTDCL Exam Exclusive

9 Comments
  1. Shofik Islam

    আমি নিতে চাই পাবো কি ভাবে বলেবেন কি

    Reply
  2. Shofik Islam

    Commentপাওয়া যাবে কি

    Reply
  3. Shofik Islam

    Comment। কি ভাবে নিতে পারি

    Reply
  4. Shofik Islam

    Comment

    Reply
  5. আল আমিন

    Commentলোন নেবো কি ভাবে

    Reply
  6. Ali Karim rahad

    হ্যালো স্যার ।বিকাশ লোন টা আমি নিতে চাই ।কিভাবে নিব বলবেন একটু ।বলেন কাইন্ডলি আমার জন্য ভাল হত।

    Reply
  7. Ali Karim rahad

    বিকাশ লোন টা কিভাবে নিব একট বলেন

    Reply
  8. Fuad Ahmed

    বিকাশে লোন নিব

    Reply
  9. মোঃমোত্তালেব

    কি ভাবে লোন নিতে হবে,, আমি নিতে খুব ইচ্চুক

    Reply

Add a Comment

Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Peaches & Eggplants Mp3 Download TikTok Young Nudy
  • Ruth B Dandelions Hihihiaaaauuu Mp3 Download TikTok
  • Blicky Mp3 Download TikTok Fresh X Reckless
  • I am Your Mother TikTok Song Download Meghan Trainor
  • It’s a Beautiful Day TikTok Song Download TRINIX x Rushawn
  • Cheese Tax Mp3 Download Puppy Songs TikTok
  • Set Me Free Pt.2 Lyrics Download Jimin
  • Pathan Download Amazon Prime – Shah Rukh Khan Movie
  • Netflix App Download For New Series & Movies
  • World Baseball Classic 2023 Live App Download
  • Seven Kings Must Die Streaming & Download Edward Bazalgette
  • Ami Ek Emon Pakhi Mp3 Download Sathi Khan

Categories

  • Home
  • TikTok Trends
  • Netflix
  • Movie
  • Series
  • Live
  • Top List
  • About Us
  • DMCA
  • Disclaimer
  • Privacy Policy
  • Contact Us
DMCA.com Protection Status
© 2023 TuneRound.com | Edit by TuneRound Team
Back to Top ↑