ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ পদ সংখ্যা ৪৭ টি
ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্য ভুক্ত পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৪৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তাদের জন্য আমার এই আর্টিকেলটি। আশাকরি আর্টিকেলটি থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক ।
Table of Contents
ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ পাবেন এখানে। সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে নিয়োগ পাবে ৪৭ জন ।
- সোনালী ব্যাংক লিমিটেড নিয়োগ দিবে: ১৮ জন।
- জনতা ব্যাংক লিমিটেড নিয়োগ দিবে: ১০ জন।
- রূপালী ব্যাংক লিমিটেড নিয়োগ দিবে: ১৯ জন।
সংক্ষিপ্ত বিবরণ:
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক।
চাকরির ক্যাটাগরি: ব্যাংক চাকরি।
পদ সংখ্যা: ৪৭ টি।
চাকরির ধরন: স্থায়ী।
আবেদন ফি: ২০০ টাকা।
বেতন: নিচে দেখুন ।
আবেদনের শেষ তারিখঃ ২৪ মে ২০২১ খ্রিস্টাব্দ।
যোগ্যতাঃ নিচে মূল বিজ্ঞপ্তিতে দেখুন।
অফিসিয়াল ওয়েবসাইট: https://erecruitment.bb.org.bd
আবেদন করার নিয়ম
শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এই অনলাইনে আবেদন দাখিলের সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য বিষয় উক্ত সাইটে পাওয়া যাবে।
আবেদনকারীর বিবরণ: আবেদনকারীর নাম, পিতার নাম এবং মাতার নাম এসএসসি অথবা সমমান সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনের ঠিক সে ভাবে লিখতে হবে। আবেদনকারীর নাম স্থায়ী ঠিকানা আবেদনকারীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদের উল্লেখিত স্থায়ী ঠিকানা প্রার্থী হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা, নিজের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। অনলাইনে আবেদনের উল্লেখিত প্রার্থী স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন না।
ছবি: আবেদনকারীর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নির্ধারিত স্থানে 600×600 pixel এর কম বা বেশি নয় এবং file size 100 KB এর বেশি নয় এরূপ ছবি দিতে হবে। তবে তিন মাস পূর্বে তােলা প্রার্থীর রঙিন ছবি স্ক্যান করে আপলােড করতে হবে। ছবি তােলার সময় মুখ ও কান ঢেকে রাখা যাবে না। সাদাকালাে ছবি বা ইনফর্মাল ছবি কোনভাবেই গ্রহণযােগ্য হবে না।
স্বাক্ষর: নতুন আবেদনকারীর ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এর নির্ধারিত স্থানে 300×80 pixel এর কম বা বেশি নয় এবং file size 60 KB এর বেশি নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর scan করে আপলােড করতে হবে। আপলােডকৃত প্রার্থীর স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালাে কালিতে প্রদত্ত হতে হবে।
অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ: অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এর নির্ধারিত ঘরে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন করার নিয়ম ২য় ধাপ
বিদেশি ডিগ্রিধারী: ‘O’ Level ও ‘A’ Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বাের্ড হতে ইস্যুকৃত সমমান Certificate এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য মৌখিক পরীক্ষার সময় চেকিং বাের্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠান পছন্দ: অনলাইন আবেদনে প্রার্থীগণকে নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনােনীত প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম এবং অনলাইন আবেদনে উল্লিখিত পছন্দের ক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পদায়ন করা হবে। অনলাইন আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠানের পছন্দের ক্রম কোনাে অবস্থাতেই পরিবর্তনযােগ্য নয়।
CV ID No. গ্রহণ: বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতঃপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান CV ID No. এবং Password ব্যবহার করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। নতুন আবেদনকারীগণ ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রয়ােজনীয় ঘরগুলাে পূরণ করলে একটি CV ID No. এবং Password প্রাপ্ত হবেন। প্রাপ্ত CV ID No. এর ১ম অংশ (হাইফেনের(-) পূর্বের অংশ] আবেদন ফি প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে । | Job ID No : বর্ণিত পদের Job ID No. 10117 আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে।
আবেদন ফি প্রদান
আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে https://erecruitment.bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। Instant এবং Prepaid উভয় পদ্ধতিতে একজন আবেদনকারী নিজের অথবা এজেন্ট একাউন্ট এর মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। Instant পদ্ধতিতে একজন আবেদনকারী তার রকেট একাউন্ট ব্যবহার করে সরাসরি ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ।
Prepaid পদ্ধতিতে একজন আবেদনকারী এজেন্ট অথবা নিজের একাউন্ট এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রার্থীগণ নির্ধারিত Job ID No এবং তাদের CV ID No. এর ১ম অংশ হাইফেনের(-) পূর্বের অংশ] এর বিপরীতে আবেদন ফি প্রদান করবেন। আবেদন ফি প্রদান করলে প্রার্থী জমাকৃত ফি এর বিপরীতে একটি Txn ID নম্বর পাবেন।
Tracking Page: ফি প্রদানের পর বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইটে সংরক্ষিত প্রার্থীর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এর নির্ধারিত ঘরে Txn ID নম্বরটি বসালে ফি প্রদানের verification সাপেক্ষে তাকে একটি Tracking ID No. প্রদান করা হবে।
Tracking ID No. প্রাপ্ত হলেই প্রার্থীর আবেদন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। Tracking ID No. সম্বলিত Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্ট করে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনাে অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy সরবরাহ করা হবে না।
আশা করছি, আপনি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ।