Ar Kichhu Duur Gele Tomar Bari Mp3 Download Aseer Arman

Ar Kichhu Duur Gele Tomar Bari Mp3 Download Aseer Arman details will find here. Ar Kichhu Duur Gele Tomar Bari music video details will find here. In this article, Ar Kichhu Duur Gele Tomar Bari Lyrics here.

Ar Kichhu Duur Gele Tomar Bari Lyrics Bangla

আর কিছুদূর গেলে তোমার বাড়ি
আমার নামে নামফলক,
চেনা রাস্তাটা লাপাত্তা হয়ে গেলেই
তোমার কামিনীর ঘ্রাণে ..

সাপেরা এসে আর প্রজাপতিরা নেচে
প্রাচীরবাতি জ্বালায় চাঁদ,
আর নিভু-নিভু ধোঁয়ার বারান্দায়
বাতাস পাহারায়,
তোমার শাড়ি দোলে
ঠিকানা চেনানোর ছলে …

আর কিছুদূর গেলে তোমার বাড়ি
আমার নামে নামফলক,
চেনা রাস্তাটা লাপাত্তা হয়ে গেলেই
তোমার কামিনীর ঘ্রাণে ..
সাপেরা এসে আর প্রজাপতিরা নেচে
প্রাচীরবাতি জ্বালায় চাঁদ ..

রাতপাখিটা উড়ে যেতে চাইলেই
বাঁধা পড়ে ঠোঁটকাটা প্রেমের কাছে,
রাতপাখিটা উড়ে যেতে চাইলেই
বাঁধা পড়ে ঠোঁটকাটা প্রেমের কাছে,
শিরদাঁড়া বেঁকে যাওয়া কাকে যেন দেখলাম
রগ কেটেছে তোমার চোখের কাঁচে,
সে কি এই খোলা ছাদ ?
আকাশ ভেঙ্গে পড়ে নুয়ে গেছে
আমার পায়ের কাছে,
ঠিকানা চেনানোর ছলে ..

আর কিছুদূর গেলে তোমার বাড়ি
আমার নামে নামফলক,
চেনা রাস্তাটা লাপাত্তা হয়ে গেলেই
তোমার কামিনীর ঘ্রাণে ..
সাপেরা এসে আর প্রজাপতিরা নেচে
প্রাচীরবাতি জ্বালায় চাঁদ ..

আর কিছুদূর গেলে তোমার বাড়ি।

Ar Kichhu Duur Gele Tomar Bari Lyrics English

And a little further away is your home
nameplate in my name,
When the familiar road is lost
In the scent of your Kamini..

Snakes come and butterflies dance
The moon lights the wall lamp,
And nibu-nibu in the balcony of smoke
wind guards,
Your saree sways
Under the guise of knowing the address…

And a little further away is your home
nameplate in my name,
When the familiar road is lost
In the scent of your Kamini..
Snakes come and butterflies dance
The moon lights the wall lamp..

The night bird wants to fly
To love that is bound by lips,
The night bird wants to fly
To love that is bound by lips,
I saw someone with a bent head
The vein is cut in the glass of your eye,
What is this open roof?
The sky has collapsed
at my feet,
Under the guise of knowing the address..

And a little further away is your home
nameplate in my name,
When the familiar road is lost
In the scent of your Kamini..
Snakes come and butterflies dance
The moon lights the wall lamp..

And a little further away is your home.