আপনি কি রবি ইন্টারনেট অফার ২০২১ সম্পর্কে জানতে চান? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। কারণ আমরা আজকের আর্টিকেলটিতে রবি এমবি অফার ২০২১, রবি ইমু প্যাক সহ সকল রবি নেট অফার ২০২১ শেয়ার করব। আর্টিকেলটিতে রবি রিচার্জ ইন্টারনেট অফার থেকে শুরু করে সব নতুন ইন্টারনেট অফার সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
রবি ইন্টারনেট অফার
বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি হচ্ছে রবি। তারা তাদের কাষ্টমারদের বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার স্বল্প মূল্যে প্রদান করে থাকে। কারণ মানুষ স্বল্প মূল্যের ইন্টারনে ব্যবহার করতে পারলে উপকৃত হবে এবং তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে ।
Table of Contents
রবি ইন্টারনেট অফার ২০২১ (আপডেট)
রবি বর্তমানে নতুন কিছু অফার নিয়ে এসেছে। তারমধ্যে রবি ইন্টারনেট অফার ২০২১ অন্যতাম। আপনাকে মনে রাখতে হবে যে, রবি খুব অল্পদিনে তাদের ইন্টারনেট অফার গুলো আপডেট করে থাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি রবি বেশ কিছু ইন্টারনেট অফার প্রধান করছে। রবি নেট অফার ২০২১ গুলো নিচে দেওয়া হলো।
৩০ জিবি রবি ইন্টারনেট অফার
আপনি কি এক মাস নিশ্চিন্তে একমাস ইন্টারনেট ব্যবহার করতে চান? তাহলে আপনি সম্পূর্ণ একমাস ব্যাপি নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করার জন্য ৩০ জিবি ইন্টারনেট অফারটি নিতে পারেন। রবি দিচ্ছে ৬০০ মিনিট টকটাইম এবং পাশাপাশি ৩০ জিবি এর বিশাল বড় ইন্টারনেট প্যাক মাত্র ৯৯৯ টাকায় । এই অফারটির মাধ্যমে পাওয়া ৩০ জিবি ইন্টারনেট ও ৬০০ মিনিট এর মেয়াদ থাকবে ৩০ দিন। অফারটি নেওয়ার জন্য আপনার রবি সিমে ৯৯৯ টাকা রিচার্জ করতে হবে। তবে আপনার জন্য সুখবর হচ্ছে, রিচার্জ করার পর আপনার সিমে ১০০ টাকা ক্যাশব্যাক চলে আসবে। সুতরাং দেখা যাচ্ছে যে, এই অফারটির প্রকৃত মূল্য হচ্ছে মাত্র ৮৯৯ টাকা।
১ জিবি রবি এমবি অফার ২০২১
রবি সিমে ১ জিবির অনেকগুলো অফার রয়েছে, যেগুলো আমারা নিচে দিয়েছি। তবে রবি ইন্টারনেট অফার ১ জিবি এর এই অফারটি অনেকেই ব্যবহার করে থাকে। কারণ এই অফারটির মাধ্যমে রবি মাত্র ২৩ টাকায় দিচ্ছে পুরো ১ জিবি ইন্টারনেট প্যাক। এই ১ জিবি রবি ইন্টারনেট এর মেয়াদ থাকবে ৩ দিন। আপনার রবি সিমে মাত্র ২৩ টাকা রিচার্জ করে অফারটি একটিভ করতে পারবেন। অফারটি চলাকালীন সময়ে যতবার খুশি ততবার নিতে পারবেন।
১ জিবি ইন্টারনেট মাত্র ৪৮ টাকা
বর্তমানে রবির অন্যতম একটি ইন্টারনেট অফার হচ্ছে ৪৮ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার। এই অফারটি নেওয়ার জন্য আপনার রবি সিমে ৪৮ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর আপনি ১ জিবি ইন্টারনেট পাবেন। যার মেয়াদ থাকবে ৪ দিন। এই এক জিবি ইন্টারনেট রাত দিন ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন।
রবি ফ্রি ইন্টারনেট অফার ২০২১
আপনি কি রবি ফ্রি ইন্টারনেট অফার ২০২১ খুঁজতেছেন? তাহলে আপনার জন্য ভালো খবর দিতে পারছি না। কারণ, বাংলাদেশ সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ বিটিআরসি সকল সিমের জন্য ফ্রি ইন্টারনেট সুবিধা প্রদানের সুযোগ বন্ধ করে দিয়েছে। তাই এই সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য রবি ফ্রি ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে। দেশের সরকারের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা রবি সহ অন্যান্য সকল সিমের মধ্যে ফ্রি ইন্টারনেট অফার পাব না।
২.৫ জিবি ইন্টারনেট মাত্র ৫৭ টাকা
আপনাকে রবি দিচ্ছে মাত্র ৫৭ টাকায় ২.৫ জিবি ইন্টারনেট প্যাক। আমি মনে করি, যারা ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব ব্যবহার করেন তাদের জন্য এই ইন্টারনেট অফারটি ভালো হবে। এই ২.৫ জিবি ইন্টারনেট কেনার জন্য আপনার রবি সিমে ৫৭ টাকা রিচার্জ করা লাগবে। ২.৫ জিবি ইন্টারনেট এর মেয়াদ ৩ দিন। অফার চলাকালীন সময়ে একাধিকবার ২.৫ জিবি ইন্টারনেট নিতে পারবেন।
৩ জিবি ইন্টারনেট মাত্র ১০৮ টাকা
আপনি কি মাঝারি ধাচের ইন্টারনেট ব্যবহারকারী? আপনি যদি মাঝারি ধাচের ইন্টারনেট ইউজার হয়ে থাকেন, তবে এই ইন্টারনেট অফারটি আপনার জন্য ভালো হবে। কেননা, এখানে মাত্র ১০৮ টাকা দিয়ে আপনি পাবেন ৩ জিবি এর বিশাল বড় ইন্টারনেট প্যাক। তবে আপনাকে এই অফারটি ক্রয় করার জন্য আপনার রবি সিমে ১০৮ টাকা রিচার্জ করা লাগবে। ৩ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে ৭ দিন। আপনি অফার চলাকালীন সময়ে যতবার খুশি ততবার এই অফারটি নিতে পারবেন।
৭ জিবি ইন্টারনেট মাত্র ১৪৮ টাকা
আপনি কি ১ সপ্তাহ থরে ইন্টারনেট ব্যবহার করতে চান? তাহলে আপনি পুরো সপ্তাহ জুড়ে ইন্টারনেট ব্যবহার করার জন্য মাত্র ১৪৮ টাকায় ৭ জিবি এর বিশাল বড় ইন্টারনেট অফারটি নিতে পারেন। আপনারা যারা ইউটিউবে কাজ করে থাকেন, তাদের জন্য এই অফারটি বেশ ভালো হবে বলে আমি মনে করি। অফারটি একটিভ করার জন্য আপনার রবি সিমে ১৪৮ টাকা রিচার্জ করা লাগবে। অফারটি একটিভ করার দিন থেকে মোট ৭ দিন মেয়াদ থাকবে।
১২ জিবি ইন্টারনেট মাত্র ৩৯৯ টাকা
সারা মাস জুড়ে নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করার জন্য আরেকটি সেরা ইন্টারনেট অফার। আপনি একমাস নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে রবি এর এই নতুন ইন্টারনেট অফারটি কিনতে পারবেন। কারণ আপনি মাত্র ৩৯৯ টাকায় পেয়ে যাচ্ছেন ১২ জিবি এর বিশাল বড় একটি ইন্টারনেট প্যাক। তবে অফারটি নেওয়ার জন্য আপনার রবি সিমে ৩৯৯ টাকা রিচার্জ করতে হবে।
রবি ইমু প্যাক ২০২১
রবি ইমু প্যাক ২০২১
আপনার রবি সিমে এখন আপনি মাত্র ৫৩ টাকায় ১ জিবি ইমু প্যাক নিতে পারবেন। এই অফারটি পেতে আপনাকে ডায়াল করতে হবে * 123 * 056 #। এই অফারটি রবির মাসিক ইমু প্যাক অফার। এই অফারটির মেয়াদ থাকবে ২৮ দিন।
সকল রবি গ্রাহক অফারটি নিতে পারবেন। Robi IMO Pack ( রবি ইমু প্যাক ) ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *123*3*5#
রবি ইন্টারনেট অফার ২০২১ কোড
২০২১ সালের শুরুতে রবি তাদের কাস্টমারদের জন্য বেশ কয়েকটি নতুন ইন্টারনেট অফার নিয়ে এসেছে। রবি আকর্ষণীয় কয়েকটি রবি ইন্টারনেট অফার নিয়ে এসেছে। আশাকরি নিচের প্রত্যেকটি অফার আপনার ইন্টারনেট ব্যবহারে সুবিধা নিয়ে আসবে।
Package
Price
Code
Time
১ GB
মাত্র ২৩ টাকা
*৪#
৩ দিন
১ GB
মাত্র ৪১ টাকা
*১২৩*৪১#
৩ দিন
১ GB
মাত্র ৪৮ টাকা
*১২৩*৪৮#
৪ দিন
৪ GB
মাত্র ১০৮ টাকা
*১২৩*০১০৮#
৭ দিন
১ GB
মাত্র ৯৮ টাকা
*১২৩*০৯৮#
৭ দিন
১০ GB
মাত্র ১৯৯ টাকা
*১২৩*০১৯৯#
৭ দিন
২ GB
মাত্র ৫৪ টাকা
*৪#
৩ দিন
৭ GB
মাত্র ১৪৮ টাকা
*৪#
৭ দিন
রবি ইন্টারনেট প্যাকেজ ১ জিবি ২০২১
স্বল্প মেয়াদী কাজের জন্য ১ জিবি ইন্টারনেট প্যাকটি আমাদের সবার কাছে বেশ জনপ্রিয়। বিভিন্ন ধরনের ইমেইল, ফেসবুক ব্রাউজির, মেজেঞ্জার চ্যাট সহ অন্যান্য নটিফিকেশন চেক করার মত ছোট ছোট কাজের জন্য রবি ইন্টারনেটের ১ জিবি প্যাক ক্রয় করতে পারেন।
Package
Price
Code
Time
1 জিবি
মাত্র ২৩ টাকা
*১২৩*২৩০#
৩ দিন
1 জিবি
মাত্র ৪১ টাকা
*১২৩*৪১#
৩ দিন
1 জিবি
মাত্র ৪৮ টাকা
*১২৩*৪৮#
৪ দিন
1 জিবি
মাত্র ১০৮ টাকা
*১২৩*০১০৮#
৭ দিন
1 জিবি
মাত্র ৯৮ টাকা
*১২৩*০৯৮#
৭ দিন
1 জিবি
মাত্র ১২৮ টাকা
*১২৩*১২৮#
২৮ দিন
রবি নেট অফার ২০২১ (৭ দিন মেয়াদ)
Package
Price
Code
Time
1.5 জিবি
মাত্র ১০১ টাকা
*১২৩*১০১#
৩ দিন
2 জিবি
মাত্র ১০৮ টাকা
*১২৩*০১০৮#
৩ দিন
3 জিবি
মাত্র ১২৯ টাকা
*১২৩*০১২৯#
৪ দিন
4 জিবি
মাত্র ১৭৯ টাকা
*১২৩*১৭৯#
৭ দিন
7 জিবি
মাত্র ১৯৯ টাকা
*১২৩*০১৯৯#
৭ দিন
10 জিবি
মাত্র ১৯৯ টাকা
*১২৩*০০১৯৯#
৭ দিন
রবি মাসিক ইন্টারনেট প্যাকেজ ২০২১
Package
Price
Code
Time
2 জিবি
মাত্র ২৩৯ টাকা
*১২৩*২৩৯#
২৮ দিন
4 জিবি
মাত্র ৩১৬ টাকা
*১২৩*৩১৬#
২৮ দিন
7 জিবি
মাত্র ৩৯৯ টাকা
*১২৩*৩৯৯#
২৮ দিন
10 জিবি
মাত্র ৫০১ টাকা
*১২৩*৫০১#
৩০ দিন
15 জিবি
মাত্র ৩৯৯ টাকা
*১২৩*৩৯৯#
৩০ দিন
40 জিবি
মাত্র ৪৪৯ টাকা
*১২৩*৪৪৯#
৩০ দিন
রবি রিচার্জ ইন্টারনেট অফার ২০২১
Package
Price
Time
1 জিবি
মাত্র ৪১ টাকা
৩ দিন
1 জিবি
মাত্র ৪৮ টাকা
৪ দিন
1 জিবি
মাত্র ১০১ টাকা
৭ দিন
1.5 জিবি
মাত্র ২০৯ টাকা
৩০ দিন
1.6 জিবি
মাত্র ২৩৯ টাকা
২৮ দিন
5.2 জিবি
মাত্র ১২৯ টাকা
৩০ দিন
রবি এমবি দেখে কিভাবে?
আপনি রবি ইন্টার অফার যেটি কিনুন না কেন, অফার এর আওতাধীন যেকোন ইন্টারনেট প্যাকেজ ক্রয় করার পর কি পরিমান এমবি বাকি রয়েছে সেটি জানার জন্য আপনার ইন্টারনেট ব্যালেন্স অবশ্যই চেক করে নিতে হবে। রবি ইন্টারনেট অফার এর এমবির মেয়াদ দেখার জন্য নিচের কোডটি ডায়াল করুন।
ইন্টারনেট চেক করতে ডায়াল করুন *৩#
আশা করছি, আপনি রবি ইন্টারনেট অফার ২০২১ সম্পর্কে জানতে পেরেছেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক।
Commentভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
ধন্যবাদ। ভালো থাকবেন।