মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট কী – Microsoft PowerPoint এর ব্যবহার।

What is Power point? (পাওয়ার পয়েন্ট কি)?
Microsoft Corporation কর্তৃক তৈরীকৃত Windows ভিত্তিক একটি গ্রাফিক্স প্যাকেজ প্রোগ্রাম হলো Powerpoint । এটি একটি জনপ্রিয় প্রোগ্রাম। Powerpoint এর সাহায্যে ব্রিফিং প্রদান, বিজ্ঞাপন, মিটিংয়ের আলোচ্য বিষয়, উৎপাদন ও ডাটা উপস্থাপনা, গ্রাফ/চার্ট উপস্থাপনা, বিভিন্ন ধরণের এ্যানিমেশন, গান রেকর্ড ইত্যাদি কাজ করা যায় ।
Microsoft_PowerPoint
Microsoft PowerPoint 
Powerpoint এর অবদানে টেলিভিশনের পর্দায় বাহারিক বিজ্ঞাপন বা ছবি দেখা যায়। আমরা দেখি বিজ্ঞাপন বা ছবির কোন অংশ পর্দার কর্ণার থেকে ভেসে ভেসে আসে, আবার কোনটা আসে পর্দা ভেদ করে কোন কোন লেখা আসে পর্যায়ক্রমে টাইপ করার মতো করে আবার কোনটি আসে আকাশে ভেসে। বর্তমান বাজারে এম.এস পাওয়ার পয়েন্ট ৯৮ ছাড়াও ২০০০, এক্সপি ও ২০০৭ পাওয়া যায়। এক সংস্করন হতে অন্য সংস্করণে সামান্য কিছু পরিবর্তন ছাড়া তেমন কোন পার্থক্য থাকে না। তবে এক্সপি তে পাওয়ার পয়েন্ট সংজোযন অত্যন্ত আকর্শনীয় ও চিত্তাকর্ষক।
To Open Power point.
1 Press Ctrl+Esc বা Start Button এ ক্লিক করতে হবে। এ সময়ে Start Menu open হবে।
2. Press P (Programs) এ সময়ে সকল Program Window নামের
তালিকা দেখা যাবে ।
3. Up/Down Arrow দ্বারা হাইলাইটবার স্থাপন করুন Microsoft Powerpoint এ।
4. Press Enter বা ক্লিক করুন। অল্পক্ষণ পর পর্দায় নিম্নোক্ত Microsoft Powerpoint এর কপিরাইট সনদটি দেখা যাবে।
এরপর Microsoft Powerpoint চালু হবে এবং  Window দেখা যাবে।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *