বাজার গরম Bazar Gorom Lyrics Aly Hasan
বাজার গরম Bazar Gorom Lyrics Aly Hasan will find here. বাজার গরম Bazar Gorom – Aly Hasan music video & বাজার গরম Bazar Gorom – Aly Hasan tiktok lyrics will find here. বাজার গরম Bazar Gorom – Aly Hasan is a popular Bangla song. The song বাজার গরম Bazar Gorom – Aly Hasan has received a lot of responses from the audience. The song বাজার গরম Bazar Gorom – Aly Hasan very popular song nowadays.
আইজকা তোর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ গোছ হইবো না পাচশো হাজারে
যাই দেখি বাপে পুতে মিললা বাজারে,
আইজকা তোর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ গোছ হইবো না পাচশো হাজারে
চল যাই বাপে পুতে মিললা বাজারে।
ভাল আছেন ভাই, বাড়ির সবাই আছে কেরকম
দোয়া করছো যেরকম রাখছে আল্লাহ হে রকম
বেতন পাই যে সেরকম ভাবতাছে উনি
যে কয় টাকা বেতন পাই, সবই ছিনিমিনি
এক মাসের বাজার সদাই একবারে কিনি
আটা ময়দা চিনি খালি এ টাকাডাই রিনি।
ভেরি গুড, ভেরি গুড
আরেকজন কয় ভেরি গুড
আমরা মিয়া ছুটবুট, লাগাইয়া রবিন হুড
হুতাসে ফাল দিছি, পিছে নাইকা পেরাসুট।
বুছছি ভাই আমিও, দিন আনি দিন খাই
শরির স্বাস্থ্য দেইখা, সবাই কয় পিনিক খাই
এক কেজি তেল দেন, পাঁচ কেজি চাইল
পাঁচশো টাকা শেষ, লগে আধা কেজি ডাইল
পুরন করতে পারুম নাতো, বাজারের যেই ফাইল
আবার বাসায় গিয়া শুনুম, আপনার ভাবির মুখে গাইল।
ঐ সইরা খারা সরু, গরু আইতাছে গরু
কি কইতাছেন দুরু, নাটক না ডুকতেই শুরু
এক কেজি গরুর মাংশের দাম যদি হয় নয়শো
খিলাল মাইরাও ফালাইবো না দাতের চিপার মাংশ।
তারপরও তো মোটামুটি মানুষ রইছে জমাইয়া
আধা কেজি মাংশ দিবেন হান্ডি মান্ডি কমাইয়া,
সময় লাগবো ওয়েট কর,
না পারলে মরা ধরা খুইজা আইনা ফাইট কর
দেখতাছোস না সিরিয়ালে মানুষ রইছে খারাইয়া
আধা কেজি মাংশ নিতে দশজন আইছে পারাইয়া।
কোন লাভ নাই খারাইয়া, হাস নাকি মুরগি
জলদি কন কার কি, লারকা নাকি লারকি
সরকারি চাকরি জাগো, তারাই খাইবো টারকি
ফারম কেজি, দুইশো, দেশি নিলে ছয়শো
হাসের জোড়া বার শো, যার লাগবো সে আসো।
পকেটে টাকা আছে আর মাত্র পাঁচশো বাবা
গরু মুরগির দাম বেশি, আজকে সবাই মাছ খাবা
চিংড়ি, মিংরি, রুই টুই, বোয়াল নাকি কাতলা
শিং মাছ নিয়া ভাবিরে জোল রানতে কন পাতলা
ইলিশ আছে দিয়া দেই, কালকে আবার বৈশাখ।
ভাবসাব দেইখা আমগো মনে হয়কি লাকসাব
গরিব মাইনষের বৈশাখ, ইলিশ মাছ না পুইশাখ,
ছিলবার কাপ নাকি তেলাপিয়া
আমারে দেন পাংগাস মিয়া,
এই মাছ ধরতেও গিন লাগে, হাত দিয়া
দেখছেন কি কয়, হ্যাহ হের লাগে গিনা
বাজারের সব জিনিসই স্বর্নের দামে কিনা,
হো গু খায় সব মাছে, কালার খায় পাংগাসে
ডিম পারে মুরগি, আর ব্যাথা পায় রাজা হাসে,
দুঃখ কই কার কাছে, টাকা নাইকা হাজার হাজার,
চলো বাবা যাইয়া দেখি, কি অবস্থা কাচা বাজার।
ঐ মিয়া হাত বিবেন না, মরিচের কেজি এক হাজার
দেখতাছেন মরিচ গার্ড, দিতে রাখছি বডিগার্ড।
এইডা আবার কোন পাট, আলিফ লায়লার সিন বাদ
যেইডা ধরুম, ষ্টক করুম, তয় তরকারির জিন্দাবাদ
আশি টাকার বেগুন, বেগুনের অনেক গুন
বেগুন লইয়া হইছে খুন, আমারে দেন দুনদুল,
পোটল লন, কই লন, লাউ নাইলে কদু
তোর মুখে অনেক মধু, লাউ আর কদু, বউ আর বধু
দুনডাই তো একই কথা, কি বুঝাস তুই চদু।
সিন্ডিকেট কইরা হুজুর অসাধুরা করলো ক্ষতি
মুলা খাইয়া নাকে তুলা দেওয়া ছারা নাইকা গতি
জিনিসের দাম উর্ধগতি, খাইতাছি তাই কচুর লতি
তারপরও ভালো আছি, কইরা খাই ইমামতি।
কথা সত্য, কথা খাটি, আগুন লাগছে বাজারে
থাকলে কিছু দিয়েন বাবা, দোহাই লেংটার মাজারে,
এই যে বাবা নেন,
এই দানের বিনিময়ে, বরকত বারাইয়া দেন
আল্লাহ রিজিক বারাইয়া দেন, আল্লাহ হায়াত বারাইয়া দেন।
দেশ সোনা রুপার পানি ধুইয়া মুইছা দেন
লাগলে আরো দুই টাকা নেন, দোয়া মনের থেইকা দেন
নিজেই চালাই ভ্যান, কেমনে মাইনষেরে দিম জ্ঞান
লাগলে আরো দুই টাকা নেন, দোয়া মনের থেইকা দেন।
আইজকা তোর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ গোছ হইবো না পাচশো হাজারে
যাই দেখি বাপে পুতে মিললা বাজারে,
আইজকা তোর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ গোছ হইবো না পাচশো হাজারে
চল যাই বাপে পুতে মিললা বাজারে।
Thanks for reading my article about বাজার গরম Bazar Gorom Lyrics Aly Hasan. I think now you know more about বাজার গরম Bazar Gorom Lyrics Aly Hasan. Stay well.