পিডিবি (PDB) বিদ্যুৎ বিল বিকাশ করুন-কোন প্রকার চার্জ ছাড়াই।

আসসালামু আলাইকুম বন্ধুরা আসা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ঘরে বসেই পিডিবি (PDB) বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন একটা সময় দেখা যায় ব্যংকে গিয়ে বিদ্যুৎ বিল দিতে গেলে অনেক সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থকতে হয়। আর আজকে আপনাদের এমন একটা প্রসেস দেখাবো যা আপনি বিকাশ থেকে পেমেন্ট করে বিদ্যুৎ বিল দিতে পারবেন খুব সহজে আপনার সুবিধামোতো যেকোনো সময়। এ জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমমে গুগল প্লেস্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন। ধরুন আপনার বিকাশ অ্যাপ ডাউনলোড করা আছে এখন লগইন করুন।

পিডিবি (PDB) বিদ্যুৎ বিল বিকাশ করুন

প্রথমেে More অপশনেে যান

এখানে Pay Bill অপশনটিতে ক্লিক করুন

এবার Electricity অপশন টিতে ক্লিক করুন

দেখুন নিচে Westzone (Postpaid) Electricity নামে অপশন আছে ক্লিক করুন

এবার বিল সময়সীমা আপনি কোন মাসের বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন সিলেক্ট করুন যেমন আমি ২ মাসের বিল দেব এজন্য July 2020 সিলেক্ট করলাম সর্বচ্য ৩ মাসের বিল পর্যন্ত দেওয়া যাবে। বিকাশ অ্যাপ দিয়ে আপনি বিল দেওয়ার সময় আপনি লাস্ট মাস সিলেক্ট করলেই অটোমেটিক বাকি মাসের এমাউন্ট যোগ হয়ে টোটাল এমাউন্ট দেখাবে। নিচে গ্রাহক নাম্বার এবং রেফারেন্স নাম দিন

নিচে বিদ্যুৎ বিল দেখুন গ্রাহক নং কোথায় থাকে

এবার নিচে বিল পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করুন।

এবার দেখুন বিকাশ অটোমেটিক আপনার বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় কত টাকা এসেছে সেটা দেখাবে। অবশ্যই আপনার বিদ্যুৎ বিল মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা।

পে বিল নিশ্চিত করুন। এবার আর একবার ভালো করে মিলিয়ে দেখুন সব ঠিক আছে কিনা যেমন নিচে দেখুন দেওয়া আছে সর্বমোট 2,658.00 নতুন ব্যালেন্স 12.18 গ্রাহক নং 504111632 আর এর জন্য কোন চার্জ প্রযোজ্য নয় মনে কোন টাকা কাটবেনা। এখন পিন নাম্বার দিয়ে ⇒ আইকনে ক্লিক করন

এবার পে বিল নিশ্চিত করতে ট্যাপ করে ধরে রাখুন

আপনার পে বিল সফল হয়েছে

ট্রানজেকশন আইডি আপনার বিল এর উপর লেখে রাখুন। আপনার কাজ শেষ।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *