নাচলে রে ময়না Naachle Re Moyena Lyrics – Aditi Singh Sharma

নাচলে রে ময়না Naachle Re Moyena Lyrics – Aditi Singh Sharma details will find here. Naachle Re Moyena – Aditi Singh Sharma is a popular Bengali song. The song Naachle Re Moyena – Aditi Singh Sharma has received a lot of responses from the audience. The song Naachle Re Moyena – Aditi Singh Sharma very popular song nowadays.

নাচলে রে ময়না Naachle Re Moyena Song Details:

  • Song Name: Naachle Re Moyena
  • Singer Name: Aditi Singh Sharma
  • Lyrics by: Ritam Sen
  • Music Composed & Production by: Dabbu
  • Project: Prasenjit Ghosal
  • Edit by: Aditya Paul
  • Project Co-Ordinator by: Nitesh Shrigadi
  • Music: T-Series

Naachle Re Moyena Lyrics Bangla

বাজার হাটে গুজব রটে ময়না ভালোনা
ঝুমকাতে ঠুমকা মেরে করলে ছলনা।

হাজার লোকের চোখের মণি মিষ্টি ললনা
মাসকারা তে আশকারা দেয় হয়না তুলনা।

একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না,
ভরযুবতী গয়না পেলেও বায়না ভোলে না।

চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না।

রাতবিরেতে ছলাৎ ছলাৎ কাজল কালো জল
দুলকি চালে যায় সে চলে রাস্তা টলোমল।
দারুণ জ্বরে পরাণ পোড়ে পাড়ায় কোলাহল
ফাগুন কালে আগুন জ্বালে, দ্বিগুণ দাবানল।

মনের খবর ময়না তবু কাউকে বলে না
এই মনের খবর ময়না তবু কাউকে বলে না,
অবাক জলে সবাই টলে ময়না টলে না।

চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না।

আরে সব বেসামাল, আকাশ পাতাল
সামলে রাখা দায়,
মিছরি দানা ময়না সোনা স্বপ্নে হানা দেয়।
খারাপ বরাত শাঁখের করাত পিরীত একাকার
সয়না মনে ময়না ছাড়া যায়না থাকা আর।

একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
ভরযুবতী গয়না পেলেও বায়না ভোলে না।

চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না।

Naachle Re Moyena Lyrics English

Rumors are circulating in the bazaar market
If you knock on the jhumka, it is cheating.

The pearl of a thousand people’s eyes is sweet lust
Mascara reveals no comparison.

The door of a lonely house does not open to anyone
The door of a lonely house does not open to anyone,
Even if a young woman gets jewelry, she doesn’t forget the money.

You will stop dancing in shock, my dear
You will stop dancing in shock, my dear.

At night, black water was pouring
Dulki moves, the road is bumpy.
There was a lot of uproar in the fever
Fagun Kale kindled a fire, a double conflagration.

Myna still does not tell anyone about the news of her mind
Myna does not tell anyone the news of this mind,
Everyone was surprised and did not hesitate.

You will stop dancing in shock, my dear
You will stop dancing in shock, my dear.

Hey all Besamal, Akash Patal
Responsibilities to handle
Candy grains, Myna Sona attacks in dreams.
Bad Barat conch saw Pirit Akakar
Sayna can’t live without Myna in her mind.

The door of a lonely house does not open to anyone
The door of a lonely house does not open to anyone
Even if a young woman gets jewelry, she doesn’t forget the money.

You will stop dancing in shock, my dear
You will stop dancing in shock, my dear.