দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

দরখাস্ত লেখার নিয়ম ২০২১ : দরখাস্ত বা আবেদন পত্র আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটি বিষয়। অনেকেই চাকরির দরখাস্ত বা ছুটির দরখাস্ত বা অন্য যেকোন কিছুর দরখাস্ত লিখতে পারেন না। তাই তাদের জন্য আজ ইংরেজি ও বাংলা দরখাস্ত লেখার নিয়ম কানুনগুলো নিয়ে হাজির হলাম। আর্টিকেলটি পড়ে আপনি দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম বাংলা সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।

 

দরখাস্ত,লেখার নিয়ম আবেদন পত্র লেখার নিয়ম
দরখাস্ত লেখার নিয়ম

আমাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোম্পানি, চাকরি বা অন্য যেকোন কিছুর জন্য আবেদন পত্র  লিখতে হয়। এজন্য আমাদের দরখাস্ত লেখার নিয়ম জেনে তারপর সেটা লিখতে হয়। অনেক মানুষই আবেদন পত্র লিখতে জানেন। কিন্তু কিছু সংখ্যক মানুষ হয়তো লিখার মাঝে মাঝে অল্পস্বল্প ভুল করে থাকেন। আর তাদের জন্যই আজকের এই আর্টিকেলটি লেখা।

আর্টিকেলটি থেকে ছুটির আবেদন পত্র, ছাড়পত্রের আবেদন পত্র, বেতন মওকুফের আবেদন পত্র, চাকরির আবেদন পত্র, সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র, শিক্ষা সফরে যাওয়ার আবেদন পত্র, অফিসিয়াল ছুটির আবেদন পত্র, চাকরির দরখাস্ত লেখার নিয়ম সহ বিভিন্ন ধরনের আবেদন পত্র বা দরখাস্ত সম্পর্কে জানবো।

দরখাস্ত লেখার নিয়ম

দরখাস্ত লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই দিতে হবে তা নিচে তুলে ধরা হলো:

১। তারিখ (যে সময় দরখাস্ত লিখবেন ঐ দিনের তারিখ)।
২। সম্বোধন (বরাবর লিখে যার কাছে দরখাস্ত লিখবে তার পদ/উপাধি লিখতে হবে)।
৩। প্রতিষ্ঠানের নাম (যার কাছে দরখাস্ত লিখবে তার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে)।
৪। স্থানের নাম (যার কাছে দরখাস্ত লিখবে তার প্রতিষ্ঠানের স্থানের নাম লিখতে হবে)।
৫। বিষয় (যে বিষয়ে লিখতে চান তা উল্লেখ করতে হবে)।
৬। জনাব/মহোদয় লিখে দরখাস্তের মূল অংশ লিখতে হবে।
৭। অতএব লিখার পর মূল বক্তব্য তুলে ধরতে হবে।
৮। নিবেদক/নিবেদিকা লিখে নিজ পরিচয় তুলে ধরতে হবে।

আপনাদের সুবিধার্থে নিচে ইংরেজি ও বাংলা অর্থ সহকারে দরখাস্ত লেখার নিয়ম দেওয়া হলো:

16th January-2020
To,
The Headmaster,
Magura Zilla School,
Magura.
Sub: Prayer for leave of absence.
Sir,
I beg to state that I failed to attend school from the 15th to the 20th instant on account of fever.
I, therefore, pray and hope that you would kindly grant me leave of absence for those days only.
I remain
Sir/Madam,
Your obedient pupil,
Md. Shamim Hosen,
Section-A
Roll No.1
Class———-.

আমেরিকান ডিবি লটারিতে আবেদন করুন এখানে

অনুপস্থিতির জন্য ছুটির বাংলা দরখাস্ত লেখার নিয়ম

বাংলা অর্থ:
১৬ই জানুয়ারী-২০২০
বরাবর,
প্রধান শিক্ষক,
মাগুরা জেলা ইস্কুল, মাগুরা।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি জ্বরে আক্রান্ত হওয়ায় চলতি মাসের ১৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে উক্ত কয়দিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়।

বিনীত,
আপনার অনুগত ছাত্র,
মোঃ শামীম হোসেন।
শাখা-ক, রোল নং-১,
শ্রেণী —————-।

আজকের আপডেট চাকরির খবর ২০২১

16th March, 2020.
To,
The Headmaster,
B.M. High School,
Jhikargacha, Jessore.
Sub: Prayer for a Transfer Certificate.

Sir,
I beg to state that my father has been transferred from here to Khulna. He wants to shift our family there. He wants to keep me under his direct guidance. So it is impossible for me to read in your school any longer. So I need a Transfer Certificate for my admission.

I, therefore, pray and hope that you would kindly issue me a transfer certificate on receipt of my dues if any.

I remain,
Sir,
Obediently yours,
Rakib Hasan,
Class————–
Roll-2.

ছাড়পত্রের জন্য বাংলা দরখাস্ত লেখার নিয়ম

১৬ই মার্চ, ২০২০।
বরাবর,
প্রধান শিক্ষক
বি, এম উচ্চ বিদ্যালয়,
ঝিকরগাছা, যশোর।
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার পিতা এখান থেকে খুলনায় বদলী হয়ে গেছেন। তিনি আমাদের পরিবার সেখানে নিয়ে যেতে চান। এছাড়া, তিনি আমাকে তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাখতে চান। তাই আমার পক্ষে আপনার বিদ্যালয়ে আর অধ্যয়ন করা সম্ভব নয় বিধায় একটি ছাড়পত্র আবশ্যক।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমার বকেয়াদি প্রাপ্তির পর একখানা ছাড়পত্র দানে আপনার মর্জি হয়।

বিনীত-
আপনার অনুগত ছাত্র,
রাকিব হাসান,
শ্রেণী———-,
রোল নং-২।

16th March-2020.
To,
The Headmaster,
Parnanduali Maddhomik School. Magura.
Sub: Prayer for a full-free studentship.

Sir,
Most respectfully I beg to draw your kind notice to the following facts for necessary and favourable action:-
a) I am the first boy of class —–in your school.
b) My father’s income is too scanty to maintain our family. let alone my educational expenses.
c) I have got none but my father in an earning member.
d) My father is in the sea of troubles in the maintenance of our family consisting of ten members.
e) Considering my father I should better discontinue my studies.

I, therefore, pray and hope that you would kindly consider the stated facts and grant me a full-free studentship which will help me prosecute my studies further.

I remain,
Sir,
Your obedient pupil,
Md. Shamim Hosen,
Class———-
Roll No-1

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

১৬ই মার্চ-২০২০।
বরাবর,
প্রধান শিক্ষক,
পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা।
বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র।

জনাব,
নিম্নোক্ত বিষয়ে আপনার কৃপাদৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতি সম্মানের সাথে আমি আমার বক্তব্য তুলে ধরছিঃ-
ক) আমি আপনার বিদ্যালয়ের —– শ্রেণীর প্রথমস্থান অধিকারী একজন ছাত্র।
খ) আমার পিতার আয় এত কম যে আমাদের পরিবারের ব্যয় বহন করা সম্ভব নয়, তারপর আমার পড়ার খরচ বহন করার প্রশ্নই উঠেনা।
গ) বাবা ছাড়া আমাদের সংসারে উপার্জনক্ষম ব্যক্তি আর কেউ নেই।
ঘ) দশজন সদস্যের খরচ বহন করতে বাবা নানবিধ সমস্যার সম্মুখীন হয়ে পড়েন।
ঙ) বাবার দিকে তাকালে আমাকে পড়াশুনা বন্ধ করতে হয়।

অতএব, মহাত্মন প্রকাশে বিনীত প্রার্থনা এই যে, আমার অবস্থা বিবেচনাপূর্বক বিনা বেতনে অধ্যয়নের সুযোগ ও আরো পড়াশুনা চালানোর সুযোগ দানে মর্জি হন।

বিনীত-
আপনার অনুগত ছাত্র,
মোঃ শামীম হোসেন,
ক্রমিক নং-১,
শ্রেণী———-
16th March-2020

To,
The District Primary Education Officer, Jessore.
Sub: Prayer for an appointment for the post of an assistant teacher.

Sir,
With reference to your advertisement published in ‘The Daily Ittefaq’ dated 10-03-2020 for some posts of Assistant Teachers of primary school in your district have fallen vacant, I beg to offer myself as a candidate for the same.

My full particulars are given below:

a) Name :
b) Father’s name:-
c) Permanent address:-
d) Present Address:-
e) Educational qualifications:-
Exam.   Board/Univ.   Division   Year
S.S.C     Jessore            GPA-4       2015
H.S.C    Jessore           GPA-3.5     2017
BA   National University    2nd Class. 2020
f) Date of birth :
g) Experience :
h) Nationality :
In view of my submission, your honour is requested to provide me with the post prayed for considering the case and oblige me thereby.

Faithfully yours
Nazmus Saquib :
1. Testimonial (attested copies)
2. Certificates (attested copies)

সহকারী শিক্ষকের পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

বাংলা অর্থ:
১৬ই মার্চ-২০২০
বরাবর,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যশোর।
বিষয়ঃ প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষকের পদের জন্য আবেদন।

জনাব,
আপনার ১০-০৩-২০২০ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে অবগত হয়েছি যে, আপনার জেলায় প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষকের কিছু পদ শুন্য রয়েছে। আমি উক্ত পদের একজন প্রার্থী।

আমার বিবরণাদি নিচে পেশ করছি-

ক) নামঃ
খ) পিতার নামঃ
গ) স্থায়ী ঠিকানাঃ
ঘ) বর্তমান ঠিকানাঃ
ঙ) শিক্ষাগত যোগ্যতাঃ
পরিক্ষা        বোর্ড/বিশ্বঃ      বিভাগ       সাল
এস.এস.সি   যশোর        জিপিএ-৪   ২০১৫
এইচ.এস.সি  যশোর     জিপিএ-৩.৪  ২০১৭
বি. এ     জাতীয় বিশ্বঃ   দ্বিতীয় শ্রেণী   ২০২০
চ) জন্মতারিখঃ
ছ) অভিজ্ঞতাঃ
জ) জাতীয়তাঃ
অতএব মহাত্মন বিনীত প্রার্থনা এই যে, আমার বিষয়টি বিবেচনা করতঃ নিয়োগদান করে আমাকে বাধিত করবেন।

বিনীত-
আপনার বিশ্বস্ত,
নাজমুস সাকিব
সংযুক্তকরণঃ
১। প্রশংসাপত্র (সত্যায়িত কপি)
২। সার্টিফিকেট (সত্যায়িত কপি)

আমেরিকান ডিবি লটারিতে আবেদন করুন এখানে

7 February, 2020
The Headmaster,
D. C. High School,
Magura.
Subject: Prayer for permission to go on an excursion.

Dear Sir,
We, the students of class IX of your school, beg to inform you that we want to go for enjoying an excursion to the Sundarbans, one of the biggest mangrove forests in the world and a world heritage site. The natural beauty of the Sundarbans will give us pleasure and enjoyment. At the same time it will give us experiences of travelling. Two of our beloved teachers have agreed to accompany us and guide the party. We ourselves will meet up the necessary expenditure for the excursion. Now what we require is your kind permission.
We, therefore, pray and hope that you would be kind enough as to permit us to go on the excursion.

Obediently Yours,
The students of class IX

 

ইংরেজি দরখাস্ত লেখার নিয়ম

ইংরেজি দরখাস্ত লেখার নিয়ম বাংলা দরখাস্ত লেখার নিয়মের মতই। তাই আপনি চাইলে আমাদের এই আর্টিকেলটির উপর থেকে দেখে নিতে পারেন। ইংরেজি দরখাস্ত লেখার জন্যেও আপনাকে প্রথমে তারিখ, তারপর সম্বোধন, ঠিকনা, বিষয় লিখতে হবে। তারপর আপনার মূল আলোচনা শুরু করতে হবে। শেষে আপনার পরিচয় দিতে হবে। আপনি আমাদের আর্টিকেলের উপর থেকে দেখে নিন। ধন্যবাদ।

শিক্ষা সফরে যাওয়ার দরখাস্ত লেখার নিয়ম

৭ ফেব্রুয়ারি-২০২০
প্রধান শিক্ষক
ডি, সি হাই স্কুল
মাগুরা।
বিষয়ঃ শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা।

জনাব,
আমরা আপনার স্কুলের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ। আপনাকে বিনীতভাবে জানাচ্ছি যে, আমরা সুন্দরবনে শিক্ষা সফরে যেতে চাই, যা পৃথিবীর অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যাবলী আমাদেরকে খুব আনন্দ দিবে। একই সাথে এটা আমাদেরকে ভ্রমণের অভিজ্ঞতা দিবে। আমাদের দুইজন প্রিয় শিক্ষক আমাদের সঙ্গে জেতে এবং দলের পথ প্রদর্শন করতে সম্মত হয়েছেন। আমরা নিজেরাই শিক্ষা সফরের জন্য প্রয়োজনীয় খরচ দিব। এখন আমাদের যা প্রয়োজন তা হল আপনার সময় অনুমতি।
অতএব, বিনীত নিবেদন যে, আমাদেরকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দানে মর্জি হউন।

বিনীত নিবেদক

অত্র স্কুলোর নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ।

কম্পিউটার অপারেটর পদে চাকরির দরখাস্ত লেখার নিয়ম

তাং- ৩০/১০/২০১৯ ইং

বরাবর,
পরিচালক (প্রশাসন)
বিসিডস্
মোহাম্মদপুর, ঢাকা।

বিষয়ঃ কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন।

মাহাত্নন,
যথাযথ সম্মান জ্ঞাপন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত ১৫/১০/২০১৯ইং তারিখে প্রকাশিত “দৈনিক ইত্তেফাক” পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে একজন কমিউটার অপারেটর নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী। আপনার সদয় বিবেচনার্থে আমার বিস্তারিত তথ্যসহ বায়োডাটা সংযুক্ত করলাম।
অতএব, জনাব সমীপে বিনীত আরজ এই যে, আমাকে আপনার প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসাবে নিয়োগ দান করলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক

(মোঃ শামীম হোসেন) 

সংযুক্তঃ
১ | ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
২ | সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
৩ | চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদপত্র।

জরিমানা মওকুফ করার জন্য আবেদন – Application

বরাবর
অধ্যক্ষ
ফেনী সরকারি কলেজ, ফেনী।


বিষয়ঃ জরিমানা মওকুফ করার আবেদন।

জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি এমাম হোসেন মজুমদার, আপনার কলেজের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার পারিবারিক আর্থিক অনটনের কারনে নির্ধারিত সময়ে কলেজের সকল ফী ও বেতন পরিশোধ করতে পারিনি। আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বাবার আয়ের উপর আমাদের পরিবারের সকল ভরণপোষণ ব্যয় বহন করা হয়ে থাকে।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থণা এই যে, আমার বাবা’র অসুস্থতা ও পরিবারের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে আমার সকল জরিমানা মওকুফ করার জন্য আপনার  যেন সদয় মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
এমাম হোসেন মজুমদার
একাদশ শ্রেণী।
বিভাগ: বিজ্ঞান
রোল নং: ১০৬০
তারিখ-৩০/১০/২০২০ খ্রিঃ

ছুটির দরখাস্ত লেখার নিয়ম

বরাবর

ব্যবস্থাপক
ইসলামি ব্যাংক লিঃ
ফেনী শাখা, ফেনী।
 
বিষয়ঃ নৈমিত্তিক ছুটি প্রদানের আবেদন।
 
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ ইসলামি ব্যাংক লিঃ, ফেনী শাখা, ফেনী এ সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ৫/১১/২০২০ খ্রিঃ তারিখ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। তাই আমার ৫/১১/২০২০ খ্রিঃ হতে ০৭/১১/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিনের ছুটি প্রয়োজন।
 
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থণা এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ০৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি প্রদান করতে মহাদয়ের যেন মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
এমাম হোসেন মজুমদার
সিনিয়র অফিসার
ইসলামি ব্যাংক লিঃ
ফেনী শাখা, ফেনী।
তারিখ: ৩০/১০/২০২০ খ্রিঃ
 
আশা করছি, আপনি দরখাস্ত লেখার নিয়ম ও আবেদন পত্র লেখার নিয়ম বাংলা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমার আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক!
One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *