জীবনে সফল হতে চাইলে লড়াই করুন – সফলতা অর্জনের উপায়।

সফলতা অর্জনের উপায়

জীবন আমাদের সবসময় পরীক্ষা নেয়। তার পরীক্ষা নেয় যে লড়াই করে আর তারও পরীক্ষা নেয় যে পালিয়ে যেতে চাই। এখানে প্রতিটি মানুষের কাছে কেবল দুটি রাস্তা থাকে হয় আপনাকে কিছু করতে হবে অথবা আপনাকে কোন কিছুই করতে হবে না। অসম্ভব ততক্ষণ পর্যন্ত অসম্ভব থাকবে যতক্ষণ তাতে অযুক্ত থাকবে। আর যদি আপনি একবার এটিকে বার করে দিতে পারেন তাহলে তখন সবকিছু আপনার কাছে সম্ভব হয়ে উঠবে। আপনি এখন কোথায় কি অবস্থায় আছেন তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনার লক্ষ্য বড় হতে হবে আর এই লক্ষ্যে অনেক মানুষের জীবনকে বদলে দিয়েছে তাই সব সময় কাধ উঁচু করে চলুন কারণ কাধ নিচু করে চললে লোক আপনাকে দুর্বল ভাববে। আর এখানে তো সব লোক বসে আছে কেবল আপনাকে হারতে দেখার জন্য। আর একবার ভাবুন তো সেই সময়টা কেমন হবে যখন এই লোকগুলোই আপনার সফলতার জন্য তালি বাজাবে।
 সফলতা অর্জনের উপায়_সফলতা অর্জন
সফলতা অর্জন
এই পৃথিবী যাদের আপনি এত গুরুত্ব দিচ্ছেন এরা কখনোই কারও গুরুত্ব দেয়নি কারণ এরা তখনো হাসবে যখন আপনি সফল হবেন, আর এরা তখনো হাসবে যখন আপনি হেরে যাবেন। কিন্তু আপনার হার বা আপনার জিদ যে মানুষটাকে বদলে দেবে সেটা হলে আপনি নিজে আর যদি আপনি নিজেকে বদলে দেন তাহলে আপনার চারপাশের দুনিয়াও অটোমেটিক বদলে যাবে। যারা আজ আপনাকে অপমান করছে তারা সবাই পিছনে থেকে যাবে। যারা আজ আপনাকে আটকে রেখেছে কাল তারাই আটকে থাকবে। কিন্তু আপনার সাথে কেবল সেই যাবে যে সফল হবার ইচ্ছা রাখে। বন্ধুরা জীবনে আপনাকে পরীক্ষা তো দিতেই হবে কেবল এটা ভেবে নিন আপনি পাস হতে চান নাকি ফেল। কিছু করতে চান নাকি কোন কিছু করতে চাননা।
যেমন পরীক্ষা না দিয়ে পাস করতে পারবেন না একইভাবে বিনা চেষ্টায় সফলও হতে পারবেন না। জীবনকে আপনি যত সহজ তৈরি করার চেষ্টা করবেন এটা তত বেশি জটিল হয়ে উঠবে কারণ তখন আপনার অনেক লক্ষ্য আরো অনেক ইচ্ছা আপনাকে কনফিউজ করে দেবে। তাই একটি লক্ষ্য তৈরি করুন আর সেটিকে পাবার জন্য আপনার জীবন লাগিয়ে দিন তাহলে দেখবেন আপনি আপনার ঐ লক্ষ্যের রাস্তায় আপনার ইচ্ছে গুলো অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন আপনার ইচ্ছা অনেক কিছু থাকতে পারে কিন্তু আপনার লক্ষ্য যদি একটা হয় তাহলে ওই লক্ষ্যের রাস্তায় আপনার ছোট ছোট ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে। কিন্তু যদি আপনার জীবনে অনেক গুলো লক্ষ্য থাকে আর আপনি একসাথে সবার পেছনে ছুটছেন তাহলে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। যেমন আপনি যদি ঢাকা রাজশাহী একসঙ্গে পৌঁছাতে চান কখনোই আপনি পৌঁছাতে পারবেন না। এর জন্য প্রথমে আপনাকে হয় ঢাকা যেতে হবে অথবা রাজশাহী যেতে হবে।
একইভাবে আপনার লক্ষ্য অনেকগুলো হলে সবার প্রথমে সব থেকে সহজ লক্ষ্যে পূর্ণ করুন তারপর পরের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। জীবন আপনার তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে।
আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ Shamimblog এর সাথে থাকার জন্য।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *