ছূরা মিলানোর পূর্বে বিসমিল্লাহ পড়া ভালো

 

বিসমিল্লাহ_পড়া
Image Credits: Pixabay

হযরত ইবনে উমার রা. থেকে বর্ণিত তিনি নামাযে পঠিত কোন ছূরার পূর্বে  بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ ছাড়তেন না। (ত্বহাবী শরীফ-১১৮৯)

হাদীসটির স্তর : সহীহ, মাউকূফ। আবু বাকরাহ ব্যতীত এ হাদীসের রাবীগণ সকলেই বুখারী-মুসলিমের রাবী। আবু বাকরাহকে আল্লামা জাহাবী ‘আল্লামাতুল মুহাদ্দিস’ বলে প্রশংসা করেছেন। (সিয়ারু আলামিন নুবালা: ২৪/১০৫)। সুতরাং হাদীসটি সহীহ।

হযরত হাকাম বিন উতায়বা, হাম্মাদ বিন আবি সুলায়মান এবং আবু ইসহাক থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে, কোন ব্যক্তি এক রাকাতে দুটি ছূরা পড়লে সে প্রত্যেক ছূরার শুরুতে বিসমিল্লাহ পড়বে। (ইবনে আবি শাইবা-৪১৮৫)

সারসংক্ষেপ : পূর্বের দু’টি হাদীস থেকে প্রমাণিত হলো যে, ফাতেহার পরে পঠিত প্রত্যেকটি ছূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে।
এর বিপরীতে হযরত সাঈদ বিন যুবায়ের থেকে (ইবনে আবি শাইবা-৪১৮৩) হযরত হাকাম বিন উতায়বা, হাম্মাদ বিন আবি সুলায়মান এবং আবু ইসহাক রহ. থেকে (ইবনে আবি শাইবা-৪১৮৪) বর্ণিত আছে যে, প্রত্যেক রাকাতের শুরুতে একবার বিসমিল্লাহ পড়লেই যথেষ্ট হবে। অতএব উভয় আমালই করা যেতে পারে।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *