করোনা প্রতিরোধ পণ্য কিনুন অনলাইনে – রয়েলশপ ডট লাইফ।

করোনার প্রতিরোধে মাস্ক এবং পিপিই এর ব্যবহার বেড়েছে। ই-কমার্স সংস্থা রয়েলশপ ডট লাইফ দেশে উন্নত মানের পিপিই বিক্রি করছে।

সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে যে করোনার সময়কালে এটি ইউরোপীয় মূল্যে অনলাইনে ভেরিফাইড পিপিই বিক্রি করছে।

রয়েলশপ ডট লাইফের চিফ এক্সিকিউটিভ ফয়সাল জানান, করোন ভাইরাস চলাকালীন অনেকে জাল ও নিম্ন মানের পিপিই বিক্রি করছে। আমরা গ্রাহক সুরক্ষা মাথায় রেখে ন্যায্যমূল্যে অরিজিনাল পিপিই বিক্রি করছি।

তিনি আরও বলেছেন যে পিপিই পাশাপাশি করোনা প্রতিরোধের পণ্য যেমন মাস্ক, গ্লাভস এবং ফেস শিল্ড সংস্থায় পাওয়া যায়।

অর্ডার লিঙ্ক : https://www.facebook.com/royalshopbd

ORDER BY A PHONE CALL: 01716436241

ওয়েবসাইট : http://www.royalshop.life/

Email: [email protected]

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *