এইজ ক্যালকুলেটর (Age Calculator) আপনার সঠিক বয়স সহজ নির্ভূলভাবে বের করুন

আসসালামু আলাইকুম বন্ধুরা, বিভিন্ন কাজের জন্য বিশেষ প্রয়োজনে আমাদের বয়স বের করতে হয়। বিশেষ করে যাদের  অনলাইনে সরকারি, বেসরকারি, কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠানে চাকুরীর জন্য  আবেদন করতে হয় অথবা সরাসরি হোকনা কেন , আবেদন করার জন্য অনেক সময় বয়স উল্লেখ করতে হয় যেমন কোত তারিখ হতে কত তারিখ পর্যন্ত বয়স কত হয়েছে এটা ফর্ম এ লিখতে হয়।
আবার আরও অনেক কারনেই আমাদের বয়স গণনা করতে হয়।

বয়স_ক্যালকুলেটর
বয়স ক্যালকুলেটর
আজ আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে বয়স গণনা করার জন্য ২টি অ্যান্ড্রয়েড অ্যাপস এর সাথে পরিচয় করে দিব , যার নাম
প্রথমটা বাংলা, বয়স ক্যালকুলেটর | Bangla Age Calculator (ফ্রী)
দ্বিতীয়, Age Calculator by Date of Birth. (ফ্রী)
আপনাকে আর কাগজ-কলম নিয়ে হিসেব করতে হবে না । এইজ ক্যালকুলেটর (Age Calculator) এর মাধ্যমে আপনার আমার সঠিক বয়স যেমনঃ বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড  ইত্যাদি দ্রুত এবং নির্ভূলভাবে বের করে দিতে সক্ষম হবে এই ক্যালকুলেটর।
এটা দেখার জন্য আপনাকে শুধু ক্যালকুলেটর ওপেন করে আপনার জন্মসাল মাস দিন সিলেক্ট করে দিলেই হবে। বাকি কাজটা রোবটের মত করে দেবে এই অ্যাপ্লিকেশন।
নিচে প্লে স্টোর লিংক থেকে এইজ ক্যালকুলেটর (Age Calculator) ডাউনলোড করে খুব সহজেই আপনার এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল করে ব্যবহার করতে পারেন।
https://play.google.com/store/apps/details?id=com.apps.age_calculator_bangla
আথবা,
https://play.google.com/store/apps/details?id=com.blackfinch.agecalculator
আপনি চাইলে অনলাইনেও আপনার বয়স এইজ ক্যালকুলেটর এর মাধ্যমে খুব সহজে বের করতে পারেন নিচের লিংক থেকে:
https://www.calculator.net/age-calculator.html
অথবা,
https://www.agecalculatorguru.com/
স্ক্রিনশট
Age_Calculator
Age Calculator
সাবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আরও নতুন নতুন টিপস এবং ট্রিকস পেতে শামীমব্লগ ডট কম এর সাথেই থাকুন ধন্যবাদ।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *