অ্যালগরিদম কী – অ্যালগরিদম বলতে কী বুঝায়?
![]() |
অ্যালগরিদম কী
কোন কাজ করার পূর্বে আমরা কাজটির পরিকল্পনা করে থাকি। পরিকল্পনামাফিক কাজে অগ্রসর হলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পরিকল্পনা বিহীন কাজের ক্ষেত্রে আমরা মনে মনেই করে ফেলি, কিন্তু বড় কোন কাজের পরিকল্পনা লিখিত আকারে করে থাকি। কোন কাজ সম্পাদনের ক্ষেত্রে কতকগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা করা হয়, এ ধরনের পরিকল্পনাকেই অ্যালগরিদম বলে।
অ্যালগরিদম বলতে কী বুঝায়?
কম্পিউটার ব্যবহার করে কোন সমস্যা সমাধান করার জন্য প্রথমে উপায় স্থির করতে হয়। তারপর উপায়টিকে ছোট ছোট অংশে বিভক্ত করে সেই অংশগুলোকে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে কম্পিউটার দিয়ে সম্পন্ন করা হয়। কম্পিউটারে সমস্যা সমাধানের এ যৌক্তিক ক্রমানুযায়ী পদ্ধতিকে অ্যালগরিদম বলা হয়। অ্যালগরিদম থেকে প্রোগ্রাম রচনা সহজ হয়।তাছাড়া কোন একটি সমস্যা সমাধানের ক্ষেত্রে অ্যালগরিদমের মাধ্যমে নতুন কারো পক্ষে সমস্যাটি তাড়াতাড়ি বুঝে নেয়া সহজ।
শেষ কথাঃ বন্ধুরা আমি হয়তো কিছুটা হলেও বুঝাতে পেরেছি যে অ্যালগরিদম কী এবং অ্যালগরিদম বলতে কী বুঝায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন।